বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
অন্তর মম বিকশিত করো অন্তরতর হে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: পূজা: ১১১
অন্তর মম বিকশিত করো অন্তরতর হে-
নির্মল করো , উজ্জ্বল করো,
সুন্দর করো হে॥
জাগ্রত করো,
উদ্যত করো,
নির্ভয় করো হে।
মঙ্গল
করো, নিরলস
নিঃসংশয় করো হে
॥
যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ।
সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ।
চরণপদ্মে মম চিত নিস্পন্দিত করো হে।
নন্দিত করো,
নন্দিত করো,
নন্দিত করো হে॥
RBVBMS 358]
নমুনা
]।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান
:
রবীন্দ্রনাথের
RBVBMS 358
পাণ্ডুলিপিতে গানটির সাথে স্থান ও তারিখ হিসেবে উল্লেখ আছে '
২৭ অগ্রহায়ণ/১৩১৪/পদ্মাবোট'। রবীন্দ্রনাথের ৪৬ বৎসর ৭ মাস
বয়সের রচনা।
উল্লেখ্য, ১৩১৪ বঙ্গাব্দের ৭ অগ্রহায়ণ (২৭ নভেম্বর ১৯০৭ খ্রিষ্টাব্দ) তারিখে রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র শমীরিন্দ্রনাথ ঠাকুর, মাত্র ১১ বৎসর বয়সে মৃত্যুবরণ করেন। মুঙ্গেরে শমীরিন্দ্রনাথের সৎকার করা হয়। ৮ই অগ্রহায়ণ তারিখে- রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ফিরে আসেন।
এরপর ১১ই অগ্রহায়ণ তিনি কলকাতায় আসেন এবং ২০শে অগ্রহায়ণ শিলাইদহে চলে আসেন। আর
২৭শে অগ্রহায়ণ তিনি শিলাইদহে পদ্মার বোটে গানটি রচনা করেছিলেন। অধিকাংশ
রবীন্দ্র-গবেষকদের মতে- রবীন্দ্রনাথ এই গানের মধ্য দিয়ে শোককে প্রার্থনায় পরিণত
করেছিলেন।
রবীন্দ্রনাথ তাঁর সুতীব্র শোককে প্রার্থনায় রূপান্তরিত করেন। এই সূত্রে তিনি দুটি গান রচনা করেছিলেন। গান দুটি হলো-
১. অন্তর মম বিকশিত করো
[তথ্য]
২. প্রেমে
প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে [পূজা-৩১৬]
[তথ্য]
[রবীন্দ্রনাথের
৪৬ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ;. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
গান
-
প্রথম সংস্করণ
[সিটি বুক সোসাইটি,
১৩১৫ বঙ্গাব্দ।]
[নমুনা পাওয়া যায় নি]-
দ্বিতীয় সংস্করণ
[ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। ভৈরবী-একতালা। পৃষ্ঠা: ৩৫৯। [নমুনা]
- গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮),
পৃষ্ঠা: ২৬৪। গানটি (১৩১৫)
গ্রন্থ থেকে গৃহীত হয়েছিল বলে উল্লেখ আছে।
কিন্তু গানটি এই গ্রন্থে পাওয়া যায় নি
[নমুনা]
-
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ
(বিশ্বভারতী, মাঘ ১৩৪৮),
পর্যায়:
পূজা,
উপবিভাগ: প্রার্থনা
২০, পৃষ্ঠা: ৪৭-৪৮]
[নমুনা
প্রথমাংশ,
শেষাংশ]
-
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০),
পূজা ১১১,
উপ-বিভাগ :
প্রার্থনা
২০, পৃষ্ঠা:
৫১।
-
গীতাঞ্জলি
-
প্রথম সংস্করণ
[ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ২০ ভাদ্র ১৩১৭ বঙ্গাব্দ, ৫ সংখ্যক গান, পৃষ্ঠা: ৬]
[নমুনা]
-
রবীন্দ্ররচনাবলী একাদশ
খণ্ড (বিশ্বভারতী, আষাঢ় ১৩৪৯)।
পৃষ্ঠা: ৮-৯।
-
গীতিচর্চ্চা
[বিশ্বভারতী,
পৌষ
১৩৩২ বঙ্গাব্দ। গান সংখ্যা ২।
পৃষ্ঠা:
২]
[নমুনা]
-
ধর্ম্মসঙ্গীত
[ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। গান।
পৃষ্ঠা: ৫৬]
[নমুনা]
-
বৈতালিক
(চৈত্র ১৩২৫ বঙ্গাব্দ) দিনেন্দ্রনাথ
ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
১
- ব্রহ্মসঙ্গীত
স্বরলিপি পঞ্চম ভাগ (৯ বৈশাখ ১৩১৬ বঙ্গাব্দ)।
ভৈরবী-একতালা।
কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ
মুদ্রিত হয়েছিল।
-
সঙ্গীত
গীতাঞ্জলি [১৯২৭ খ্রিষ্টাব্দ, ১৩৩৪ বঙ্গাব্দ]।
ভীমরাও শাস্ত্রী-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
স্বরবিতান চতুর্বিংশ (২৪)
খণ্ডের (বিশ্বভারতী, শ্রাবণ ১৪১৬) ১ম গান। পৃষ্ঠা ৫-৭।
[নমুনা]
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী
(ফাল্গুন ১৮১৮ শকাব্দ, ১৩১৪ বঙ্গাব্দ)। ভৈরবী-একতালা। পৃষ্ঠা ১৭৯।
[নমুনা]
-
বঙ্গদর্শন
(পৌষ ১৩১৪ বঙ্গাব্দ)। শিরোনাম-‘প্রার্থনা'। ভৈরবী-একতালা। পৃষ্ঠা: ৪৭০। [নমুনা]
-
সঙ্গীত প্রকাশিকা
(মাঘ ১৩১৪ বঙ্গাব্দ)।
ভৈরবী-একতালা।
পৃষ্ঠা ৯৪-৯৫। [সূত্র: রবীন্দ্রসঙ্গীত
মহাকোষ ১]
-
রেকর্ডসূত্র: রেকর্ডসূত্র
পাওয়া যায় নি।
-
প্রকাশের
কালানুক্রম:
গানটি
বঙ্গদর্শন
পত্রিকার 'পৌষ ১৩১৪ বঙ্গাব্দ' সংখ্যায়
প্রথম প্রকাশিত হয়। এরপর ১১ মাঘ ১৩১৪ বঙ্গাব্দ [২৫ জানুয়ারি ১৯০৮ খ্রিষ্টাব্দ]-এ
অষ্টসপ্ততিতম (৭৮)
সাংবৎসরিক মাঘোৎসব-এ
এই
গানটি পরিবেশিত হয়েছিল।
এরপর যে সকল গ্রন্থাদিতে গানটি
প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
সঙ্গীত প্রকাশিকা
পত্রিকা 'মাঘ ১৩১৪'
সংখ্যা, তত্ত্ববোধিনী পত্রিকা 'ফাল্গুন ১৩১৪' সংখ্যা, গান প্রথম সংস্করণ (১৩১৫), গান দ্বিতীয় সংস্করণ (১৩১৬), ব্রহ্মসঙ্গীত স্বরলিপি পঞ্চম ভাগ (৯ বৈশাখ ১৩১৬ বঙ্গাব্দ), গীতাঞ্জলি \প্রথম সংস্করণ (১৩১৭), ধর্ম্মসঙ্গীত (১৩২১), কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বৈতালিক (১৩২৫) গীতিচর্চ্চা (১৩৩২). সঙ্গীত গীতাঞ্জলি (১৩৩৪ বঙ্গাব্দ)।
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
-
গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল।
এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের উপবিভাগ: প্রার্থনা হিসেবে।
১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন
মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের ১১১ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ
মাসে।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
- স্বরলিপি:
[নমুনা]
-
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপিটি ব্রহ্মসঙ্গীত স্বরলিপি পঞ্চম ভাগ থেকে
স্বরবিতান চতুর্বিংশ
(২৪)- এর
৬৯-৭০ পৃষ্ঠায় সুরভেদ হিসাবে গৃহীত হয়েছে। উল্লেখ্য বৈতালিক (চৈত্র
১৩২৫ বঙ্গাব্দ) সংগীত-গীতঞ্জলি (১৯২৭ বঙ্গাব্দ)
ও স্বরবিতান-২৪ (ভাদ্র ১৩৫৯ বঙ্গাব্দ)-গ্রন্থে প্রকাশিত এই গানটির স্বরলিপিতে কোনো
পার্থক্য নেই। স্বরবিতান-২৪-এ গৃহীত মূল
স্বরলিপিটি কার তা জানা যায় না।
- সুর ও তাল:
-
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
- সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ।
-
গ্রহস্বর: সা।
- লয়: মধ্য।