বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ও অকূলের
কূল,
ও অগতির গতি
পাঠ ও পাঠভেদ:
ও অকূলের কূল, ও অগতির গতি,
ও অনাথের নাথ, ও পতিতের পতি।
ও নয়নের আলো, ও রসনার মধু,
ও রতনের হার, ও পরানের বঁধু।
ও অপরূপ রূপ, ও মনোহর কথা,
ও চরমের সুখ, ও মরমের ব্যথা।
ও ভিখারির ধন, ও অবোলার বোল—
ও জনমের দোলা, ও মরণের কোল ॥
পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 125] [পাণ্ডুলিপি]।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩১৮ বঙ্গাব্দের ১৫ আষাঢ়
তারিখে রবীন্দ্রনাথের অচলয়াতন পুস্তকাকারে প্রকাশিত হয়।
এই গ্রন্থের পাণ্ডুলিপি [Ms.125]
অনুসারে,
এই
গ্রন্থের রচনার শেষ তারিখ পাওয়া যায় ১৫ আষাঢ়/১৩১৮/শিলাইদহ।
এই সময় রবীন্দ্রনাথের বয়স
ছিল ৫০ বৎসর ২ মাস বয়স।
[৫০
বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
অচলায়তন
(১৭ শ্রাবণ ১৩১৮ বঙ্গাব্দ)।
চতুর্থ দৃশ্য,
দর্ভক দলের গান। রবীন্দ্ররচনাবলী
একাদশ খণ্ড (বিশ্বভারতী, আশ্বিন ১৩৯৩)। পৃষ্ঠা:
৩৫৫।
[অচলায়তনে
রবীন্দ্রনাথের গানের তালিকা]
প্রথম সংস্করণ [রামকৃষ্ণ মিশন প্রেস। ১৩২৪ বঙ্গাব্দ। তৃতীয় দৃশ্য, দর্ভকদলের গান। পৃষ্ঠা: ৩৫। [নমুনা]
রবীন্দ্ররচনাবলী ত্রয়োদশ খণ্ড (বিশ্বভারতী, ভাদ্র ১৩৯৩ বঙ্গাব্দ)। পৃষ্ঠা ১৪৭-৪৮।
পত্রিকা:
প্রবাসী
(আশ্বিন ১৩১৮ বঙ্গাব্দ)। পৃষ্ঠা:
৫৭৭।
[প্রবাসীতে
প্রকাশিত রবীন্দ্রনাথের গানের তালিকা]
প্রকাশ-কালানুক্রম:
রবীন্দ্রনাথ এই
গানটি অচলায়তন নাটকের জন্য রচনা করেছিলেন। এই নাটকের চতুর্থ দৃশ্যে দর্ভক দলের
গান হিসেবে ব্যবহৃত হয়েছে।
১৩১৮ বঙ্গাব্দের ১৫শে আষাঢ় অচলায়তন পুস্তকাকারে প্রকাশিত হয়। এরপর এই বছরের
আশ্বিন মাসে অচলায়তন প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। ১৩২১ খ্রিষ্টাব্দে গানটি
ধর্ম্মসঙ্গীত গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল। ১৩২৪ বঙ্গাব্দে রবীন্দ্রনাথ যখন
অচলায়তন-এ কিছু পরিবর্তন করে, 'গুরু' রচনা করেন, তখন গানটি এই নাটকে
অন্তর্ভুক্ত হয়েছিল।
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন
মাসে গীতবিতান-এর প্রথম সংস্করণ প্রকাশিত হলে, অচলায়তন-এর গান হিসাবে এই গানটি
গৃহীত হয়েছিল। ১৩৪৮ বঙ্গাব্দে প্রকাশিত গীতবিতানের
প্রথম খণ্ডের দ্বিতীয় সংস্করণে গানটি গৃহীত হয়।
এরপর ১৩৮০ বঙ্গাব্দে অখণ্ড
গীতবিতানের সর্বশেষ সংস্করণে পূজা পর্যায়ের ৭০ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
সুর ও তাল:
স্বরবিতান দ্বিপঞ্চাশত্তম (৫২) খণ্ডে (পৌষ ১৪১২) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩।৩।৩ মাত্রা ছন্দে ‘একতাল’-এ নিবদ্ধ।
তাল: ভৈরবী। তাল: একতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৯]।
[ভৈরবী রাগে
নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[একতালে নিবদ্ধ
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।