বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: মোরে বারে
বারে ফিরালে।
মোরে বারে বারে ফিরালে।
পূজাফুল না ফুটিল দুখনিশা না ছুটিল,
না টুটিল আবরণ ॥
জীবন ভরি মাধুরী কী শুভলগনে জাগিবে ?
নাথ ওহে নাথ, কবে লবে তনু মন ধন ?।
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
গানটির সুনির্দিষ্ট রচনাকাল পাওয়া যায় নাই। গানটি তত্ত্ববোধিনী পত্রিকার ফাল্গুন ১৩১৩ বঙ্গাব্দ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৫ বৎসর।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী (ফাল্গুন
১৩১৩ বঙ্গাব্দ)।
নটমল্লার-একতালা। পৃষ্ঠা ১৮১।
-
সঙ্গীত প্রকাশিকা (শ্রাবণ ১৩১৪ বঙ্গাব্দ)।
নটমল্লার-একতালা। কাঙ্গালীচরণ
সেন-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
পৃষ্ঠা ২৩০-৩১।
-
পরিবেশনা:
১১
মাঘ ১৩১৩ বঙ্গাব্দ [২৫ জানুয়ারি ১৯০৭ খ্রিষ্টাব্দ] -এর
৭৭তম
মাঘোৎসবে এই গানটি পরিবেশিত হয়েছিল।
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- ভাঙাগান: এটি একটি ভাঙা গান। মূল
গানটি নিয়ামৎ খাঁ'র রচিত। মূল গান : নট মল্লার। একতাল
(চতুর্মাত্রিক। মধ্যলয়)
মোরি নই লগন লাগীরে পিয়া
তুম সন মোরা
সুন্দর সনেহ লগী ঘরি পল ছিন দিন
॥
জীয়কী সকুচ তজি পিয়াসোঁ মিলনকী
নেকউ ন সিরাত গাত বার দই তন মন ধন॥
[সূত্র: রবীন্দ্রসঙ্গীত-গবেষণা-গ্রন্থমালা (তৃতীয় খণ্ড)। শ্রীপ্রফুল্লকুমার
দাস। সুরঙ্গমা, কলিকাতা। ২৬ বৈশাখ ১৩৬৭। পৃষ্ঠা: ৮৭।
রবীন্দ্রনাথের অচলায়তন নাটকের আদি পাণ্ডুলিপিটি
[125]
প্রবাসী পত্রিকায় প্রকাশের আগে
পরিমার্জিন করেছিলেন। এই পরিমার্জিত কপিটির নকল তৈরি করেছিলেন নেপালচন্দ্র রায়। এই
নকলের পাণ্ডুলিপি রবীন্দ্রভবনে রক্ষিত আছে
RBVBMS 244
নামে।
এই পাণ্ডুলিপির তৃতীয় পৃষ্ঠায় এই মূল গানের পাঁচটি পংক্তি পাওয়া যায়। তবে উপরের
পাঠের সাথে এই পাঠের ভিন্নতা আছে।
[নমুনা]
-
স্বরলিপিকার:কাঙ্গালীচরণ
সেন-কৃত
স্বরলিপিটি স্বরবিতান-২৪'এর ৭৭ পৃষ্ঠায় মুদ্রিত হয়েছে। স্বরবিতান-২৪'এর মূল
স্বরলিপিটি কার তা জানা যায় না।
-
সুর ও তাল:
-
রাগ:
নট মল্লার। তাল: একতাল।
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ।
(প্যাপিরাস, জানুয়ারি ১৯৯৩)। পৃষ্ঠা: ৭৪]
-
রাগ:
নট মল্লার। তাল:
একতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই
২০০১], পৃষ্ঠা:
১২৮।
- বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
-
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ
-
গ্রহস্বর: মধা।
- লয়: মধ্য।