মাঘোৎসব
সপ্তসপ্ততি
(৭৭)
শুক্রবার,
১১ মাঘ ১৩১৩ বঙ্গাব্দ [২৫ জানুয়ারি ১৯০৭ খ্রিষ্টাব্দ]
এই মাঘোৎসব উপলক্ষে
রবীন্দ্রনাথের চারটি গান পরিবেশিত হয়েছিল। উল্লেখ্য রবীন্দ্রনাথ এই গানগুলি এই উৎসব
উপলক্ষেই রচনা করেছিলেন। নিচে গানগুলি হলো—
১.
আমার মাথা নত করে দাও হে
[পূজা-৪৯২]
[তথ্য]
২.
নিবিড় ঘন
আঁধারে
জ্বলিছে ধ্রুবতারা [পূজা-১৭৬]
[তথ্য]
৩.
নব নব পল্লবরাজি।
[প্রকৃতি-২৮০] [তথ্য]
৪.
মোরে বারে বারে ফিরালে
[পূজা-৪৩০]
[তথ্য]।