বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: পূজা ৪৯২ ।
উপ-বিভাগ : বিবিধ-১১৭
আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে
।
সকল
অহঙ্কার হে আমার ডুবাও চোখের জলে ॥
নিজেরে করিতে
গৌরব দান নিজেরে কেবলই করি অপমান
,
আপনারে
শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে
।
সকল
অহঙ্ককার হে আমার ডুবাও চোখের জলে ॥
আমারে
না যেন করি প্রচার আমার আপন কাজে
,
তোমারি
ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবনমাঝে
।
যাচি হে তোমার
চরমশান্তি পরানে তোমার পরমকান্তি-
আমারে
আড়াল করিয়া দাঁড়াও হৃদয়পদ্মতলে
।
সকল
অহঙ্ককার হে আমার ডুবাও চোখের জলে ॥
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায় নি।
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: ১৩১৩ বঙ্গাব্দ। রবীন্দ্রনাথের ৪৫ বৎসর বয়সের রচনা।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)। পূজা ৪৯২
।
উপ-বিভাগ : বিবিধ-১১৭
।
- গীতাঞ্জলি
-
প্রথম সংস্করণ [ ইন্ডিয়ান
পাবলিশিং হাউস (শ্রাবণ ১৩১৭ বঙ্গাব্দ)। গান-১।
পৃষ্ঠা: ১-২ [নমুনা
প্রথমাংশ,
শেষাংশ]
- রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)।
গীতাঞ্জলি। প্রথম গান। পৃষ্ঠা ৫।
- গীতলিপি [১ম ভাগ (মাঘ ১৩১৬ বঙ্গাব্দ, ১৬
জানুয়ারি ১৯১০ খ্রিষ্টাব্দ)]।
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় -কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
- গীতিচর্চ্চা [বিশ্বভারতী
১৩৩২] গান সংখ্যা ৪৬। পৃষ্ঠা: ৩২
[নমুনা
]
- ধর্ম্মসঙ্গীত
(ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)। গান।[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ৪র্থ ভাগ (বৈশাখ ১৩১৫ বঙ্গাব্দ)
। ইমন কল্যাণ-তেওরা।
কাঙ্গালীচরণ সেন- কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
সঙ্গীত-গীতাঞ্জলি(১৯২৭ খ্রী.)। ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
- স্বরবিতান ত্রয়োবিংশ
(২৩) খণ্ডের তৃতীয় গান। পৃষ্ঠা ১০-১১।
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী
(ফাল্গুন ১৮২৮ শকাব্দ ১৩১৩ বঙ্গাব্দ)। ইমন কল্যাণ-তেওরা। পৃষ্ঠা ১৮০-৮১।
-
বঙ্গদর্শন (জ্যৈষ্ঠ ১৩১৪ বঙ্গাব্দ)। শিরোনাম-প্রার্থনা'। পৃষ্ঠা ১১০-১১।
[নমুনা]
-
সঙ্গীত প্রকাশিকা
(আষাঢ় ১৩১৪ বঙ্গাব্দ)। কাঙ্গালীচরণ সন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
পরিবেশনা:
১১ মাঘ ১৩১৩ বঙ্গাব্দ [২৫ জানুয়ারি ১৯০৭ খ্রিষ্টাব্দ] -এর
৭৭তম
মাঘোৎসবে এই গানটি পরিবেশিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
- সুর ও তাল:
- রাগ: ইমন কল্যাণ। তাল: তেওরা।
[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।
পৃষ্ঠা: ৩০]।
- রাগ: ইমন কল্যাণ। তাল: তেওরা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই
২০০১,
পৃষ্ঠা: ৫৮।]
- বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত
- সুরাঙ্গ:
ধ্রুপদাঙ্গ