বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে।
পাঠ ও পাঠভেদ:
আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে ।
       সকল অহঙ্কার হে আমার ডুবাও চোখের জলে ॥
নিজেরে করিতে গৌরব দান    নিজেরে কেবলই করি অপমান ,
       আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে ।
        সকল অহঙ্ককার হে আমার ডুবাও চোখের জলে ॥
        আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে ,
        তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবনমাঝে ।
যাচি হে তোমার চরমশান্তি    পরানে তোমার পরমকান্তি-
        আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়পদ্মতলে ।
         সকল অহঙ্ককার হে আমার ডুবাও চোখের জলে ॥