বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
নব নব পল্লবরাজি
পাঠ ও পাঠভেদ:
২৮০
নব নব পল্লবরাজি
সব বন উপবনে উঠে বিকশিয়া,
দখিনপবনে সঙ্গীত উঠে বাজি।
মধুর সুগন্ধে আকুল ভুবন, হাহা করিছে মম জীবন।
এসো এসো সাধনধন, মম মন করো পূর্ণ আজি॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায় নি।
পাঠভেদ:
স্বরবিতান চতুর্বিংশ (২৪) খণ্ডের
(শ্রাবণ ১৪১৬ বঙ্গাব্দ)
পাঠভেদ অংশে এই
গানটির একটি পাঠভেদ দেয়া আছে-
নব নব পল্লবরাজি
এসো এসো সাধন-ধন :
ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি
৪ (বৈশাখ ১৩১৫ বঙ্গাব্দ)
গান (১৯০৯ বঙ্গাব্দ)।
এসো এসো সাধন ধন : গীতবিতান (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩১৩ বঙ্গাব্দ। [সূত্র : গীতবিতান কালানুক্রমিক সূচী/প্রভাতকুমার মুখোপাধ্যায়]। গানটি রবীন্দ্রনাথের ৪৫ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্য-গ্রন্থ , দশমভাগ ( ইন্ডিয়ান প্রেস। ১৩২৩ বঙ্গাব্দ)।
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী বাহার-তাল চৌতাল। পৃষ্ঠা: ৩৭৫-৩৭৬] [নমুনা প্রথমাংশ শেষাংশ]
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী বাহার-চৌতাল। পৃষ্ঠা: ৩৫১ [নমুনা: ৩৫১ ]
গীতবিতান
প্রথম খণ্ড (বিশ্বভারতী, ১৩৩৮)
দ্বিতীয় খণ্ড (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রকৃতি ২৮০। উপ-বিভাগ : বসন্ত ৯৩।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)। গান।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ৪র্থ ভাগ (বৈশাখ ১৩১৫ বঙ্গাব্দ)। বাহার-চৌতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান চতুর্বিংশ (২৪) খণ্ডের
(শ্রাবণ ১৪১৬ বঙ্গাব্দ)
১৪ সংখ্যক গান।
পৃষ্ঠা ৪০-৪১।
পত্রিকা:
তত্ত্ববোধিনী পত্রিকা (ফাল্গুন ১৩১৩)
সঙ্গীত প্রকাশিকা পত্রিকা (ভাদ্র ১৩১৪ বঙ্গাব্দ)। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
প্রকাশনা:
১১ মাঘ ১৩১৩ বঙ্গাব্দ [২৫ জানুয়ারি ১৯০৭ খ্রিষ্টাব্দ] -এর
৭৭তম
মাঘোৎসবে এই গানটি পরিবেশিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙাগান: এটি একটি ভাঙা গান। মূল গান-
বাহার। চৌতাল (মধ্যগতি)
মনমথ তন দহে মেরো দুখত
সকল দ্রুম নই বহার পাবে রি
হঁসত ভঁষর কোয়লা দেত গারি ॥
এক সুগন্ধ বহত পবন, হা হা করত বিরহিজন,
তানরাজ গাবত বন বন রচি এরি প্যারি ॥
-তানরাজ
[সঙ্গীত-মঞ্জরী
২ দ্র: রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা
২৫]
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন। [স্বরবিতান চতুর্বিংশ (২৪) খণ্ডের (শ্রাবণ ১৪১৬ বঙ্গাব্দ)]
সুর ও তাল:
স্বরবিতান চতুর্বিংশ (২৪) খণ্ডের (শ্রাবণ ১৪১৬ বঙ্গাব্দ) খণ্ডের স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে উল্লেখ রয়েছে যথাক্রমে বাহার এবং চৌতাল।
রাগ- বাহার। তাল- চৌতাল। ব্রহ্মসঙ্গীত। ধ্রুপদাঙ্গ।
রাগ: বাহার। তাল: চৌতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬১
বিষয়াঙ্গ: ধ্রুপদাঙ্গ
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ
গ্রহস্বর: ণধা।
লয়: মধ্য।