বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: নব নব পল্লবরাজি
পাঠ ও পাঠভেদ:

                   ২৮০

             নব নব পল্লবরাজি

        সব বন উপবনে উঠে বিকশিয়া,

                  দখিনপবনে সঙ্গীত উঠে বাজি।

    মধুর সুগন্ধে আকুল ভুবন,   হাহা করিছে মম জীবন।

    এসো এসো সাধনধন,  মম মন করো পূর্ণ আজি