বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
মোরা
সত্যের ’পরে মন
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: বিচিত্র:
৪০
মোরা সত্যের ’পরে মন আজি করিব সমর্পণ।
জয় জয়
সত্যের জয়।
মোরা বুঝিব সত্য,
পূজিব
সত্য,
খুঁজিব সত্যধন।
জয় জয়
সত্যের জয়।
যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যাচিন্তা নয়।
যদি দৈন্য বহিতে হয় তবু মিথ্যাকর্ম নয়।
যদি
দণ্ড সহিতে হয় তবু মিথ্যাবাক্য নয়।
জয় জয়
সত্যের জয়॥
মোরা মঙ্গলকাজে প্রাণ আজি করিব সকলে দান।
জয় জয়
মঙ্গলময়।
মোরা লভিব পুণ্য,
শোভিব পুণ্যে,
গাহিব
পুণ্যগান।
জয় জয়
মঙ্গলময়।
যদি দুঃখে দহিতে হয় তবু অশুভচিন্তা নয়।
যদি
দৈন্য বহিতে হয় তবু অশুভকর্ম নয়।
যদি
দণ্ড সহিতে হয় তবু অশুভবাক্য নয়।
জয় জয়
মঙ্গলময়॥
সেই
অভয় ব্রহ্মনাম আজি মোরা সবে লইলাম—
যিনি
সকল ভয়ের ভয়।
মোরা করিব না শোক যা হবার হোক,
চলিব
ব্রহ্মধাম।
জয় জয়
ব্রহ্মের জয়।
যদি
দুঃখে দহিতে হয় তবু নাহি ভয়,
নাহি
ভয়।
যদি
দৈন্য বহিতে হয় তবু নাহি ভয়,
নাহি
ভয়।
যদি
মৃত্যু নিকট হয় তবু নাহি ভয়,
নাহি
ভয়।
জয় জয়
ব্রহ্মের জয়॥
মোরা
আনন্দ-মাঝে মন আজি করিব বিসর্জন।
জয় জয়
আনন্দময়।
সকল
দৃশ্যে সকল বিশ্বে আনন্দনিকেতন।
জয় জয়
আনন্দময়।
আনন্দ
চিত্ত-মাঝে আনন্দ সর্বকাজে,
আনন্দ
সর্বকালে দুঃখে বিপদজালে,
আনন্দ
সর্বলোকে মৃত্যুবিরহে শোকে—
জয় জয়
আনন্দময়॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
পাওয়া যায় নাই।
-
তথ্যানুসন্ধান
-
ক.
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল
সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। ১৩০৮ বঙ্গাব্দের
১১ই মাঘ [শুক্রবার, ২৪ জানুয়ারি ১৯০২ খ্রিষ্টাব্দ]
৭২তম মাঘোৎসবের প্রাতঃকালীন অধিবেশনে গানটি প্রথম গীত হয়েছিল।
ধারণা করা হয়, রবীন্দ্রনাথ গানটি এই মাঘোৎসব উপলক্ষে রচনা করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪০ বৎসর ৯ মাস।
[৪০ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
গান
-
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান
প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত।
রাগিণী ভূপনারায়ণ- তাল
একতাল।
পৃষ্ঠা: ৩৩৬-৩৩৯। [নমুনা:
৩৩৭,
৩৩৮,
৩৩৯]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত
সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
২৩৫-২৩৭]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ,
শেষাংশ]
-
প্রথম খণ্ড (বিশ্বভারতী, ১৩৪৮)
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)। বিচিত্র পর্যায়ের
৪০ সংখ্যক গান।
-
গীতিচর্চ্চা (বিশ্বভারতী ১৩৩২)। গান সংখ্যা ১৯২।
পৃষ্ঠা: ১৫০-১৫৩ [নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ ,
তৃতীয়াংশ ,
শেষাংশ ]
-
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং
হাউস, ১৩২১)। গান। পৃষ্ঠা:
৭৬-৭৮ [নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ,
শেষাংশ]
-
স্বরবিতান পঞ্চপঞ্চাশত্তম (৫৫) খণ্ডের প্রথম গান। পৃষ্ঠা : ৫-১১[নমুনা]
-
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী
(ফাল্গুন ১৩০৮)।
ভূপনারায়ণ-একতালা। পৃষ্ঠা: ১৬৩। [নমুনা]
- পরিবেশনা: ১১ মাঘ
১৩০৮ বঙ্গাব্দ [শুক্রবার, ২৪ জানুয়ারি ১৯০২ খ্রিষ্টাব্দ]
৭২তম মাঘোৎসবের
সান্ধ্যকালীন অধিবেশনে গানটি প্রথম গীত হয়েছিল।
-
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
-
রাগ ও তাল:
- রাগ: ইমন কল্যাণ। তাল: একতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি ১৯৯৩)। পৃষ্ঠা: ৭৪]
- রাগ: ইমন। তাল: একতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১২৮।