মাঘোৎসব দ্বিসপ্ততি (৭২)
শুক্রবার, ১১ মাঘ ১৩০৮ বঙ্গাব্দ [২৪ জানুয়ারি ১৯০২ খ্রিষ্টাব্দ]। এই উৎসবে সকাল ও সন্ধ্যায় অনুষ্ঠিত উপাসনায় রবীন্দ্রনাথের রচিত মোট ৮টি গান পরিবেশিত হয়েছিল। এর ভিতরে ২টি গান সকালের অধিবেশনে আদি ব্রাহ্মসমাজ গৃহে পরিবেশিত হয়েছিল
। বাকি ৬টি গান পরিবেশিত হয়েছিল সন্ধ্যার উপাসনায়, মহর্ষিভবনে। এই গানগুলি হলো

সকালের অধিবেশন ।
স্থান : আদি ব্রাহ্মসমাজ গৃহ

১.মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে [পূজা-৩৬৮] [তথ্য]
২. বল দাও মোরে বল দাও [পূজা-১১০] [তথ্য]

সন্ধ্যাবেলার অধিবেশন ।
স্থান :
মহর্ষিভবন

১. মোরা সত্যের ’পরে মন [বিচিত্র-৪০] [তথ্য]
২. আমার বিচার তুমি করো তব আপন করে [পূজা-১১২] [তথ্য]
৩.
সফল করো হে প্রভুজি সভা [পূজা-৩০৫] [তথ্য]
. আমি
 কী ব'লে করিব নিবেদন [পূজা-৪৭৮] [তথ্য]
৫. ডাকো মোরে আজি এ নিশীথে [পূজা-২৮১] [তথ্য]
৬. আমি জেনে শুনে তবু ভুলে বসে আছি।[পূজা-৪০৪] [
পূজা ও প্রার্থনা-৬৩] [তথ্য]