বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আমার বিচার তুমি
করো তব আপন করে।
পাঠ ও পাঠভেদ:
আমার বিচার তুমি করো তব আপন করে।
দিনের কর্ম আনিনু তোমার বিচারঘরে ॥
যদি পূজা করি মিছা দেবতার, শিরে ধরি যদি মিথ্যা আচার,
যদি পাপমনে করি অবিচার কাহারো ’পরে,
আমার বিচার তুমি করো তব আপন করে ॥
লোভে যদি কারে দিয়ে থাকি দুখ, ভয়ে হয়ে থাকি ধর্মবিমুখ,
পরের পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণেক-তরে—
তুমি যে জীবন দিয়েছ আমায় কলঙ্ক যদি দিয়ে থাকি তায়,
আপনি বিনাশ করি আপনায় মোহের ভয়ে,
আমার বিচার তুমি করো তব আপন করে ॥
গ্রন্থ:
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস, ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী কেদারা -তাল তেওরা। পৃষ্ঠা: ৩৩২। [নমুনা]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮), পর্যায়: পূজা, উপবিভাগ: প্রার্থনা ২১, পৃষ্ঠা: ৪৮। [নমুনা]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০), পূজা ১১২, উপ-বিভাগ : প্রার্থনা ২১, পৃষ্ঠা: ৫১-৫২।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ)। গান। পৃষ্ঠা: ১২৫-২৬। [নমুনা: ১, ২]
বাঙালীর গান (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, এপ্রিল ২০০১), গান সংখ্যা ২৩৬, কেদারা-একতালা, পৃষ্ঠা ৬৬৬।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ (জ্যৈষ্ঠ ১৩১৮ বঙ্গাব্দ)। কেদারা-তেওড়া। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান ষড়বিংশ (২৬) (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩) খণ্ডের তৃতীয় গান। পৃষ্ঠা ৯-১০।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮২৩ শকাব্দ, ১৩০৮ বঙ্গাব্দ)। কেদারা-তেওরা। পৃষ্ঠা : ১৬৯। [নমুনা]
সমালোচনা (মাঘ-ফাল্গুন ১৩০৮ বঙ্গাব্দ)। শিরোনাম-‘নিবেদন’। পৃষ্ঠা ১৬৯।
রেকর্ডসূত্র:
রেকর্ডসূত্র পাওয়া যায় নি।
প্রকাশের কালানুক্রম:
সমালোচনা
পত্রিকার 'মাঘ-ফাল্গুন ১৩০৮ বঙ্গাব্দ' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময়ের
ভিতর ১১ মাঘ ১৩০৮ বঙ্গাব্দ [শুক্রবার,
২৪ জানুয়ারি ১৯০২ খ্রিষ্টাব্দ]
৭২তম মাঘোৎসবের
সান্ধ্যকালীন অধিবেশনে গানটি প্রথম গীত হয়েছিল। এরপর গানটি
তত্ত্ববোধিনী
পত্রিকার 'ফাল্গুন ১৩০৮ বঙ্গাব্দ' সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
এরপর যে সকল গ্রন্থাদিতে গানটি
প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
কাব্যগ্রন্থ
অষ্টম খণ্ড
(১৩১০),
গান
প্রথম সংস্করণ
(১৩১৫),
গান
দ্বিতীয় সংস্করণ
(১৩১৬),
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ (১৩১৮),
ধর্ম্মসঙ্গীত (১৩২১) ও
কাব্যগ্রন্থ
দশম খণ্ড
(১৩২৩)।
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
-
গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে। এই
সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা, পর্যায়ের
উপবিভাগ: প্রার্থনা হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের ১১১ সংখ্যক গান হিসেবে
অন্তর্ভুক্ত হয়েছিল। অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ
১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
রাগ:
কেদার। তাল:
তেওরা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী,
জুলাই ২০০১, পৃষ্ঠা:
৫৭।]
[তেওরা
তালের নিবদ্ধ গানের তালিকা]
[কেদার
রাগে নিবদ্ধ গানের তালিকা]