বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: সফল করো হে প্রভু আজি সভা, এ রজনী হোক মহোৎসবা
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
পূজা:
৩০৫
সফল করো হে প্রভু
আজি সভা,
এ রজনী হোক মহোৎসবা
॥
বাহির
অন্তর ভুবনচরাচর
মঙ্গলডোরে
বাঁধি এক করো-
শুষ্ক
হৃদয় করো প্রেমে সরসতর,
শূন্য নয়নে
আনো পূণ্যপ্রভা
॥
অভয়দ্বার তব
করো হে অবারিত,
অমৃত-উৎস তব করো
উৎসারিত,
গগনে
গগনে করো প্রসারিত
অতিবিচিত্র তব নিত্যশোভা।
সব ভকতে তব
আনো
এ পরিষদে,
বিমুখ
চিত্ত যত করো নত তব পদে,
রাজ-অধীশ্বর,তব চিরসম্পদে
সব সম্পদ করো
হতগরবা ॥
- পাণ্ডুলিপির পাঠাঠ: পাওয়া যায় নি।
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
গানটির সুনির্দিষ্ট রচনাকাল পাওয়া যায় নাই। ১৩০৮ বঙ্গাব্দের ১১ মাঘ
৭২তম মাঘোৎসবের
সান্ধ্যকালীন অধিবেশনে গানটি প্রথম গীত হয়েছিল। ধারণা করা হয়- এই উৎসব উপলক্ষে
রবীন্দ্রনাথ এই গানটি রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪০ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের
৪০ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড [মজুমদার লাইব্রেরি,
১৩১০ বঙ্গাব্দ।
রাগিণী মল্লার-তাল কাওয়ালি।
পৃষ্ঠা: ৩২০-৩২১] [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
দশম খণ্ড
[ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ, ১৯১৬
খ্রিষ্টাব্দ। ধর্মসঙ্গীত। পৃষ্ঠা
২৪৩]
[নমুনা]
- গান
-
গীতবিতান
-
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা:
১৩১]
[নমুনা]
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি
প্রথম ভাগ (১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ)।
মিশ্র সাহানা-কাওয়ালি।
কাঙ্গালীচরণ
সেন-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
স্বরবিতান চতুর্থ
(৪) খণ্ডের (মাঘ ১৪১২) ১৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৬-৪৭।
[নমুনা]
-
পত্রিকা: তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩০৮ বঙ্গাব্দ)।
মল্লার-কাওয়ালি। পৃষ্ঠা: ১৬৯।
[নমুনা]
-
রেকর্ড সূত্র: পাওয়া যায় নি।
-
প্রকাশের কালানুক্রম: ১৩০৮ বঙ্গাব্দের
১১ মাঘ ৭২তম মাঘোৎসবের
সান্ধ্যকালীন অধিবেশনে গানটি প্রথম গীত হয়েছিল। এই সূত্রে গানটি
তত্ত্ববোধিনী পত্রিকার 'চৈত্র ১৩০৮ বঙ্গাব্দ' সংখ্যায় গানটি প্রথম
প্রকাশিত হয়েছিল। এরপর যে সকল গ্রন্থাদিতে গানটি অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
কাব্যগ্রন্থ
অষ্টম খণ্ড (১৩১০ বঙ্গাব্দ),
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি
প্রথম ভাগ (১৩১১ বঙ্গাব্দ),
গান
প্রথম সংস্করণ
(১৩১৫
বঙ্গাব্দ),
গান
দ্বিতীয় সংস্করণ (১৩১৬
বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত (১৩২১ বঙ্গাব্দ) ও
কাব্যগ্রন্থ
দশম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ)।
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৯ বঙ্গাব্দে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণে
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের
'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল
।
এরপর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের
উৎসব
উপবিভাগের
চতুর্থ গান হিসেবে। ১৩৭১
বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩০৫ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত
হয়েছিল।
গানটি
একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
সুর ও তাল: রাগ-মিশ্র
সাহানা। তাল-ত্রিতাল। [স্বরবিতান চতুর্থ
৪) খণ্ডের (মাঘ ১৪১২)
]
-
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
-
সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ।
-
গ্রহস্বর: মা।।
-
লয়-মধ্য।