বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: সফল করো হে প্রভু আজি সভা,  এ রজনী হোক মহোৎসবা

পাঠ ও পাঠভেদ:

সফল করো হে প্রভুজি সভা,  এ রজনী হোক মহোৎসবা

   বাহির অন্তর ভুবনচরাচর ঙ্গলডোরে বাঁধি এক করো-

   শুষ্ক হৃদয় করো প্রেমে সরসতর, শূন্য নয়নে নো পূণ্যপ্রভা

অভয়দ্বার তব করো হে অবারিত,  অমৃত-উত্স তব করো উৎসারিত,

   গগনে গগনে করো প্রসারিত  অতিবিচিত্র তব নিত্যশোভা।

সব ভকতে তব নো এ পরিষদে, বিমুখ চিত্ত যত করো নত তব পদে,

   রাজ-অধীশ্বর,তব চিরসম্পদে সব সম্পদ করো হতগরবা ॥