বিষয়: রবীন্দ্রসঙ্গীত। পাঠ ও পাঠভেদ:
গান সংখ্যা :
শিরোনাম: সফল করো হে প্রভু আজি সভা, এ রজনী হোক মহোৎসবা
সফল করো হে প্রভু আজি সভা, এ রজনী হোক মহোৎসবা ॥
বাহির অন্তর ভুবনচরাচর মঙ্গলডোরে বাঁধি এক করো-
শুষ্ক হৃদয় করো প্রেমে সরসতর, শূন্য নয়নে আনো পূণ্যপ্রভা ॥
অভয়দ্বার তব করো হে অবারিত, অমৃত-উত্স তব করো উৎসারিত,
গগনে গগনে করো প্রসারিত অতিবিচিত্র তব নিত্যশোভা।
সব ভকতে তব আনো এ পরিষদে, বিমুখ চিত্ত যত করো নত তব পদে,
রাজ-অধীশ্বর,তব চিরসম্পদে
সব সম্পদ করো
হতগরবা ॥
দশম খণ্ড
[ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ, ১৯১৬
খ্রিষ্টাব্দ। ধর্মসঙ্গীত। পৃষ্ঠা
২৪৩]
[নমুনা]
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫
বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী মল্লার-তাল কাওয়ালি। পৃষ্ঠা: ৩৬০-৩৬১]
[নমুনা
প্রথমাংশ
শেষাংশ]
দ্বিতীয় সংস্করণ
ইন্ডিয়ান
প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী মল্লার, তাল কাওয়ালি। পৃষ্ঠা: ৩৮২-৩৮৩।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত
সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
২৪৪-২৪৫]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা:
১৩১]
[নমুনা]
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি
প্রথম ভাগ (১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ)।
মিশ্র সাহানা-কাওয়ালি।
কাঙ্গালীচরণ
সেন-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান চতুর্থ
(৪) খণ্ডের (মাঘ ১৪১২) ১৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৬-৪৭।
[নমুনা]
পত্রিকা:
তত্ত্ববোধিনী (চৈত্র ১৩০৮ বঙ্গাব্দ)।
মল্লার-কাওয়ালি। পৃষ্ঠা: ১৬৯।[নমুনা]
রেকর্ড সূত্র: পাওয়া যায় নি।
প্রকাশের কালানুক্রম: ১৩০৮ বঙ্গাব্দের
১১ মাঘ
৭২তম মাঘোৎসবের
সান্ধ্যকালীন অধিবেশনে গানটি প্রথম গীত হয়েছিল। এই সূত্রে গানটি
তত্ত্ববোধিনী পত্রিকার 'চৈত্র ১৩০৮ বঙ্গাব্দ' সংখ্যায় গানটি প্রথম
প্রকাশিত হয়েছিল। এরপর যে সকল গ্রন্থাদিতে গানটি অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
কাব্যগ্রন্থ
অষ্টম খণ্ড (১৩১০ বঙ্গাব্দ),
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি
প্রথম ভাগ (১৩১১ বঙ্গাব্দ)
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৯ বঙ্গাব্দে প্রকাশিত
গীতবিতান
-এর
গগ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
সুর ও তাল: রাগ-মিশ্র
সাহানা। তাল-ত্রিতাল। [স্বরবিতান চতুর্থ
৪) খণ্ডের (মাঘ ১৪১২)
]
[রবীন্দ্রনাথের
৪০ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
গ্রহস্বর: মা।।
লয়-মধ্য।