বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আমি
কী
ব’লে
করিব নিবেদন
পাঠ ও পাঠভেদ:
আমি কী ব’লে করিব নিবেদন
আমার হৃদয় প্রাণ মন ॥
চিত্তে আসি দয়া করি নিজে লহো অপহরি,
করো তারে আপনারি ধন- আমার হৃদয় প্রাণ মন ॥
শুধু ধূলি, শুধু ছাই, মূল্য যার কিছু নাই,
মূল্য তারে করো সমর্পণ স্পর্শে তব পরশরতন !
তোমারি গৌরব যবে আমার গৌরব হবে
সব তবে দিব বিসর্জন-
আমার হৃদয় প্রাণ মন ॥
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড (ইন্ডিয়ান প্রেস, ১৩১০)।
কাব্যগ্রন্থ দশম খণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩২৩)।
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী সিন্ধু বাঁরোয়া -তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ৩৪০-৩৪১] [নমুনা প্রথমাংশ শেষাংশ]
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী সিন্ধু বাঁরোয়া -তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ৩৩৩। [নমুনা: ৩৩৩]
গীতবিতান
প্রথম খণ্ড দ্বিতীয় (বিশ্বভারতী, ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা: ৪৭৮। বিবিধ-১০৩।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ)। গান। পৃষ্ঠা: ১২৬। [নমুনা]
ব্যাঙ্গকৌতুক (পৌষ ১৩১৪ বঙ্গাব্দ)-এর অন্তর্গত বশীকরণ নাটিকা’র চতুর্থ অংক, নিরূপমার গান। রবীন্দ্ররচনাবলী সপ্তম খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ৩৭৪।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ (১১ মাঘ ১৩১২ বঙ্গাব্দ)। সিন্ধু বারোয়া-ঝাঁপতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান দ্বাবিংশ (২২) খণ্ডের ষষ্ঠ গান। পৃষ্ঠা ১৯।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩০৮)। সিন্ধু বারোয়া-ঝাঁপতাল। পৃষ্ঠা: ১৬৯। [নমুনা]
পরিবেশনা: ১১ মাঘ ১৩০৮ বঙ্গাব্দ [শুক্রবার, ২৪ জানুয়ারি ১৯০২ খ্রিষ্টাব্দ] ৭২তম মাঘোৎসবের সান্ধ্যকালীন অধিবেশনে গানটি প্রথম গীত হয়েছিল।
রাগ: পিলু। তাল: অর্ধঝাঁপ। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩২]