বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা : 
শিরোনাম: 
 আমি 
    কী 
ব’লে
করিব নিবেদন
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক 
	১৪১২)-এর পাঠ: 
পূজা:
	৪৭৮
	
		 
আমি 
    কী 
ব'লে
করিব নিবেদন
           
আমার হৃদয় প্রাণ মন ॥
    চিত্তে আসি 
দয়া করি   নিজে 
লহো অপহরি,
করো তারে 
আপনারি ধন- আমার হৃদয় প্রাণ মন 
॥
   শুধু ধূলি,
শুধু ছাই,
মূল্য যার কিছু নাই,
মূল্য তারে করো 
সমর্পণ   স্পর্শে তব পরশরতন !
তোমারি গৌরব 
যবে  আমার গৌরব হবে
     
সব তবে দিব বিসর্জন-
    
   আমার 
হৃদয় প্রাণ মন ॥
		
	
	- পাণ্ডুলিপির 
	পাঠ: 
	রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় 
	নি।
- পাঠভেদ:   
- 
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল 
সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। ১৩০৮ বঙ্গাব্দের
১১ই মাঘ [শুক্রবার, ২৪ জানুয়ারি ১৯০২ খ্রিষ্টাব্দ] 
৭২তম মাঘোৎসবের প্রাতঃকালীন অধিবেশনে গানটি প্রথম গীত হয়েছিল। 
ধারণা করা হয়, রবীন্দ্রনাথ গানটি এই মাঘোৎসব উপলক্ষে রচনা করেছিলেন। 
	এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪০ বৎসর ৯ মাস।
 [৪০  বৎসর 
	অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
 
 
- খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	- 
	গ্রন্থ:
	- 
কাব্যগ্রন্থ
		  
- 
		 
		গান 
			- 
			 
			প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ 
		বঙ্গাব্দ ।
			ব্রহ্মসঙ্গীত। 
 রাগিণী সিন্ধু বাঁরোয়া -তাল 
			
			 
			ঝাঁপতাল । 
			পৃষ্ঠা: ৩৪০-৩৪১]
			[নমুনা
			প্রথমাংশ
			শেষাংশ]
- 
		 
			
			বিতীয় সংস্করণ 
			[ইন্ডিয়ান 
			প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ 
		বঙ্গাব্দ)।  ব্রহ্মসঙ্গীত। 
			রাগিণী সিন্ধু বাঁরোয়া -তাল 
			 
			ঝাঁপতাল । 
			পৃষ্ঠা:  ৩৩৩। [নমুনা:
			নমুনা]
 
- 
	
	গীতবিতান
		-  
		প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
		 
				[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।  ১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত 
				সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: 
					২১৩-২১৪] [নমুনা:
		প্রথমাংশ,
		শেষাংশ]
- 
		প্রথম খণ্ড দ্বিতীয় (বিশ্বভারতী, ১৩৪৮)
- 
		অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ 
		(বিশ্বভারতী ১৩৮০)। পূজা: ৪৭৮। 
		বিবিধ-১০৩।
 
- 
	ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ)। গান।
	 পৃষ্ঠা: 
	১২৬। 
	[নমুনা]
- 
ব্যাঙ্গকৌতুক (পৌষ ১৩১৪ 
	বঙ্গাব্দ)-এর অন্তর্গত বশীকরণ নাটিকা’র 
চতুর্থ অংক ,
নিরূপমার গান। রবীন্দ্ররচনাবলী সপ্তম খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ৩৭৪।
- 
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ 
(১১ মাঘ ১৩১২ বঙ্গাব্দ)। সিন্ধু বারোয়া-ঝাঁপতাল। কাঙ্গালীচরণ 
সেন-কৃত 
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল। 
- 
	স্বরবিতান 
দ্বাবিংশ (২২) খণ্ডের ষষ্ঠ গান। পৃষ্ঠা ১৯। 
[নমুনা]
 
- 
পত্রিকা:
	- 
		তত্ত্ববোধিনী (ফাল্গুন 
	১৩০৮)। সিন্ধু বারোয়া-ঝাঁপতাল। পৃষ্ঠা: ১৬৯।
	 [নমুনা]
 
 
- 
পরিবেশনা: ১১ 
মাঘ ১৩০৮ বঙ্গাব্দ [শুক্রবার, ২৪ জানুয়ারি ১৯০২ খ্রিষ্টাব্দ] 
৭২তম মাঘোৎসবের 
সান্ধ্যকালীন অধিবেশনে গানটি প্রথম গীত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
	-  স্বরলিপিকার:
	কাঙ্গালীচরণ সেন।
- সুর ও তাল:
					- 
					রাগ: পিলু। 
তাল: অর্ধঝাঁপ।  
					[ রবীন্দ্রসংগীত: 
			রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। 
			পৃষ্ঠা: ৩২]
 
- রাগ: 
			সিন্ধু বারোয়াঁ। তাল: 
			অর্ধ-ঝাঁপতাল। 
 [রাগরাগিণীর 
			এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১] পৃষ্ঠা:
			৬০।]
 
- বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
- সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ
- গ্রহস্বর: সা। 
	
- লয়: ঈষৎ দ্রুত।