বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম:  আমি     কী বলে করিব নিবেদন

পাঠ ও পাঠভেদ:

আমি     কী বলে করিব নিবেদন

           আমার হৃদয় প্রাণ মন

    চিত্তে আসি দয়া করি   নিজে লহো অপহরি,

করো তারে আপনারি ধন- আমার হৃদয় প্রাণ মন

   শুধু ধূলি, শুধু ছাই, মূল্য যার কিছু নাই,

মূল্য তারে করো সমর্পণ   স্পর্শে তব পরশরতন !

তোমারি গৌরব যবে  আমার গৌরব হবে

     সব তবে দিব বিসর্জন-

       আমার হৃদয় প্রাণ মন