বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
বেলা গেল তোমার পথ
চেয়ে
পাঠ ও পাঠভেদ:
বেলা গেল তোমার পথ চেয়ে।
শূন্য ঘাটে একা আমি, পার ক'রে লও খেয়ার নেয়ে
॥
ভেঙে এলেম খেলার বাঁশি, চুকিয়ে এলেম কান্না হাসি,
সন্ধ্যাবায়ে শ্রান্তকায়ে ঘুমে নয়ন আসে ছেয়ে
॥
ও পারেতে ঘরে ঘরে সন্ধ্যাদীপ জ্বলিল রে,
আরতির শঙ্খ বাজে সুদূর মন্দির-'পরে।
এসো এসো শ্রান্তিহরা, এসো শান্তি-সুপ্তি-ভরা,
এসো এসো তুমি এসো, এসো তোমার তরী বেয়ে
॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 426 (i) [নমুনা]
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান:
RBVBMS 426 (i)
পাণ্ডুলিপিতে লিখিত এই গানের শেষে তারিখ উল্লেখ আছে- ''৮ আশ্বিন।
১৩০২/শিলাইদহ/বোট'। উল্লেখ্য ১৩০২ বঙ্গাব্দের ভাদ্র মাসের শেষ দিকে
রবীন্দ্রনাথ উত্তরবঙ্গ সফর করেন। এই সময় আশ্বিন মাসের পুরো সময়টুকু তিনি শিলাইদহে
কাটান। ৮ই আশ্বিন তিনি এই গানটি রচনা করেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৪ বৎসর ৫ মাস।
দশম খণ্ড
[ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ, বিবিধ সঙ্গীত। পৃষ্ঠা:
১১২] [নমুনা]
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
গান। পূরবী । ৪৩০]
[নমুনা]
গান
প্রথম সংস্করণ [১৩১০ বঙ্গাব্দ। প্রাথমিক পরীক্ষণে, গানটির নমুনা
পাওয়া যায় নি]
দ্বিতীয় সংস্করণ
[ইন্ডিয়ান
প্রেস, ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ। বিবিধ
সঙ্গীত। পূরবী। পৃষ্ঠা: ১৫৭।]
[নমুনা]
তৃতীয় সংস্করণ [ইন্ডিয়ান
প্রেস, ১৩২১
বঙ্গাব্দ।
পৃষ্ঠা: ৮০-৮১] [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ) 'গান' অংশ থেকে
গৃহীত হয়েছে । পৃষ্ঠা: ১০২]
[নমুনা]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ
(বিশ্বভারতী, ১৩৮০ বঙ্গাব্দ)।
পর্যায়:
পূজা
১৪৮,
উপ-বিভাগ :
বিরহ
২১ ।
পৃষ্ঠা: ৬৫]
[নমুনা]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৮০ বঙ্গাব্দ)।
পর্যায়:
পূজা
১৪৮,
উপবিভাগ:
বিরহ
২১।
[
রবীন্দ্রনাথের ৩৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
রাগ: মিশ্র পূরবী। তাল: একতাল [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৭০]।