বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
তুমি বন্ধু,
তুমি নাথ, নিশিদিন তুমি আমার
।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান
অখণ্ড (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ: পূজা ৬৯।
তুমি বন্ধু,
তুমি নাথ, নিশিদিন তুমি আমার।
তুমি সুখ,
তুমি শান্তি,
তুমি হে অমৃতপাথার
॥
তুমিই তো
আনন্দলোক,
জুড়াও প্রাণ,
নাশো শোক,
তাপহরণ
তোমার চরণ অসীমশরণ দীনজনার
॥
-
পাণ্ডুলিপির পাঠ:
পাণ্ডুলিপি দেখা সম্ভব হয় নি।
-
তথ্যানুসন্ধান
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
গান
প্রথম সংস্করণ,সিটি বুক সোসাইটি (১৯০৮ খ্রিষ্টাব্দ, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
রাগিণী মিশ্র জয়জয়ন্তী-তাল একতালা। পৃষ্ঠা: ২৬৫
[নমুনা]-
দ্বিতীয় সংস্করণ, ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ,
১৩১৬ বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী মিশ্র জয়জয়ন্তী-তাল একতালা। পৃষ্ঠা: ২৮৪।
[নমুনা]
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা(আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০ বঙ্গাব্দ)।
[নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড,
প্রথম সংস্করণ (বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)। ১৩০৩
বঙ্গাব্দ প্রকাশিত 'কাব্য-গ্রন্থাবলী'র 'ব্রহ্মসঙ্গীত' অংশ হতে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৫৩]
[নমুনা]
-
প্রথম
খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ)। গান
সংখ্যা ৩৭। পৃষ্ঠা: ৩০। [নমুনা]
- অখণ্ড, তৃতীয় সংস্করণ,
(বিশ্বভারতী,
পৌষ ১৩৮০
বঙ্গাব্দ)। পর্যায়:
পূজা ৬৯।
উপবিভাগ:
বন্ধু
৩৭। পৃষ্ঠা: ৩৪।
-
গীতিচর্চ্চা।(বিশ্বভারতী, পৌষ ১৩৩২)। গান ৪২ পৃষ্ঠা: ২৮।
[নমুনা]
- গীতিমাল্য (১৯০৭ খ্রিষ্টাব্দ)।
- গীতিরত্নাবলী, চতুর্থ ভাগ (১৯০০)।
-
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ১৪৪। [নমুনা]
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত। গান সংখ্যা: ৩৫৯। রাগিণী মিশ্র
জয়জয়ন্তী-তাল একতালা। পৃষ্ঠা: ১০৪২
[নমুনা]
- বাঙালীর গান। কাঙালীচরণ সেন সম্পাদিত। রবীন্দ্রনাথ ঠাকুর, গান
২০০। মিশ্রজয়জয়ন্তী-একতালা (প্রথম সংস্করণ, ১৯০৫ খ্রিষ্টাব্দ)।
- ব্রহ্মসঙ্গীত স্বরলিপি
প্রথম ভাগ (মাঘ ১৩১১ বঙ্গাব্দ)। মিশ্র জয়জয়ন্তী-একতালা।
কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
স্বরবিতান চতুর্থ (৪)খণ্ডের (মাঘ ১৪১২ বঙ্গাব্দ) ১৮ সংখ্যক
গান। পৃষ্ঠা: ৪৯।
[নমুনা]
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী
(ফাল্গুন-চৈত্র
১২৯৩ বঙ্গাব্দ)। মিশ্র জয়জয়ন্তি-একতাল। পৃষ্ঠা: ২২০। [নমুনা]
-
সঙ্গীত-প্রকাশিকা পত্রিকা
(চৈত্র ১৩০৮-বৈশাখ ১৩০৯ বঙ্গাব্দ)। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ
মুদ্রিত হয়েছিল। [নমুনা]
-
পরিবেশনা:
১১ মাঘ ১২৯৩ বঙ্গাব্দ [শনিবার]। এই দিনে
আদি
ব্রাহ্মসমাজের সপ্তপঞ্চাশ সাংবৎসরিক উৎসব অনুষ্ঠিত
হয়। এই গানটি এই উৎসবের
সায়ংকালীন অধিবেশনে গীত হয়েছিল।
-
প্রকাশের
কালানুক্রম:
১২৯৩
বঙ্গাব্দের ১১ই মাঘ
আদি
ব্রাহ্মসমাজের সপ্তপঞ্চাশ সাংবৎসরিক উৎসবের
সায়ংকালীন অধিবেশনে
গানটি প্রথম গীত হয়েছিল।
এরপর
তত্ত্ববোধিনী
(ফাল্গুন-চৈত্র
১২৯৩ বঙ্গাব্দ) এবং
সঙ্গীত-প্রকাশিকা পত্রিকা
(চৈত্র ১৩০৮-বৈশাখ ১৩০৯ বঙ্গাব্দ) সংখ্যায় প্রকাশিত হয়েছিল। ১৩০০
বঙ্গাব্দে প্রকাশিত 'গানের
বহি ও বাল্মীকি প্রতিভা ' -তে প্রথম গ্রন্থে
অন্তর্ভুক্ত হয়।
১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত
কাব্যগ্রন্থাবলী-তে 'ব্রহ্মসঙ্গীত' অংশে অন্তর্ভুক্ত।
১৩১০ বঙ্গাব্দে মজুমদার প্রেস থেকে প্রকাশিত হয় 'কাব্যগ্রন্থ'
অষ্টম খণ্ডে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। ১৩১৫ ও ১৩১৬ বঙ্গাব্দে প্রকাশিত
'গান' নামক গ্রন্থে গানটি স্থান পেয়েছিল। ১৩২১ বঙ্গাব্দে 'ধর্ম্মসঙ্গীত'
গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। এরপর ১৩২৩ বঙ্গাব্দে প্রকাশিত
কাব্যগ্রন্থ
(দশমভাগ)
গানটি অন্তর্ভুক্ত হয়।
১৩৩২ বঙ্গাব্দে
'গীতিচর্চ্চা
' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়।
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন
মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
ে অন্তর্ভুক্ত হয়
১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত '
কাব্যগ্রন্থাবলী'র ব্রহ্মসঙ্গীত অংশ থেকে। ১৩৪৮
খ্রিষ্টাব্দে প্রকাশিত
গীতবিতানের
প্রথম খণ্ডের দ্বিতীয় সংস্করণে গানটি
গৃহীত হয় পূজা পর্যায়ে। ১৩৮০ বঙ্গাব্দে প্রকাশিত
অখণ্ড
গীতবিতানে (তৃতীয়
সংস্করণে) পূজা পর্যায়ের ৬৯ সংখ্যক গান হিসেবেই অন্তর্ভুক্ত হয়েছে।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি:
[নমুনা]
- স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।[ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-১,
স্বরলিপি-৪]
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
-
সুর ও তাল:
- রাগ-মিশ্র
জয়জয়ন্তী। তাল-একতাল। [স্বরবিতান
চতুর্থ
(৪) খণ্ডের (মাঘ ১৪১২)]
- রাগ-মিশ্র
জয়জয়ন্তী। তাল-একতালা। [কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড
( মজুমদার লাইব্রেরি। ১৩১০ বঙ্গাব্দ), ব্রহ্মসঙ্গীত। পৃষ্ঠা: ২১৭]
- মিশ্র
জয়জয়ন্তী-একতাল। [রবীন্দ্রসংগীতের ক্রমবিকাশ ও বিবর্তন।
ডঃ দেবজ্যোতি দত্ত মজুমদার। সাহিত্যলোক। পৌষ ১৩৯৪। ডিসেম্বর ১৯৮৭। পৃষ্ঠা :
৫৩]
- রাগ-পিলু।
তাল-একতাল। [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।। পৃষ্ঠা: ৫৫]।
- রাগ: জয়জয়ন্তী। তাল: একতাল
[রাগরাগিণীর এলাকায়
রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১,
পৃষ্ঠা: ৯৭]
[একতালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত।
- সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ।
- গ্রহস্বর:
সা।
- লয়:
মধ্য।