বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: 
কেন যামিনী না যেতে 
জাগালে না, বেলা হল মরি লাজে।
      পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক 
	১৪১২)-এর পাঠ:
	
কেন    যামিনী না যেতে 
জাগালে না, বেলা হল মরি লাজে।
    শরমে জড়িত চরণে কেমনে 
চলিব পথের মাঝে॥
আলোকপরশে মরমে মরিয়া হেরো গো শেফালি পড়িছে 
ঝরিয়া,
    কোনোমতে আছে পরান 
ধরিয়া কামিনী শিথিল সাজে॥
নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ উষার বাতাস 
লাগি,
রজনীর শশী গগনের কোণে লুকায় শরণ লাগি,
পাখি ডাকি বলে 'গেল বিভাবরী', বধূ চলে জলে 
লইয়া গাগরি।
আমি এ আকুল কবরী আবরি কেমনে যাইব কাজে॥
	
		- 
		পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্র পাণ্ডুলিপি 
		
Ms.n 434-এ গানটি
		পাওয়া যায়।
		
		
		পাঠভেদ: 
গানটির পাঠান্তর আছে।
            
কেন    যামিনী না যেতে 
জাগালে না            
:কথার অংশ, শেফালি (আষাঢ় ১৩৩৫)
                     
যামিনী না যেতে জাগালে না কেন      :স্বরলিপি, শেফালি 
(আষাঢ় ১৩৩৫)
	তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
		 ১৩০৪ 
বঙ্গাব্দের আশ্বিন মাসের শুরুতে রবীন্দ্রনাথ শিলাইদহে যান। তারপর পাবনার ইছামতী, 
যমুনা বরাল, বলেশ্বরী নদী ধরে সাজাদপুরের উদ্দেশ্যে পৌঁছান ৮ তারিখে। এর ভিতরে ৭ই 
আশ্বিন যমুনা নদীতে তিনি এই গানটি রচনা করেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৬ বৎসর 
৫ মাস।
 
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- 
			
			গ্রন্থ:
			
- 
			পত্রিকা:
			- 
			সঙ্গীত প্রকাশিকা 
			(১৩১০ বঙ্গাব্দ)।
 
 
- 
		গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- 
স্বরলিপিকার: 
দিনেন্দ্রনাথ ঠাকুর।
-  সুর ও তাল: 
- 
স্বরবিতান পঞ্চাশত্তম(৫০) খণ্ডে (চৈত্র ১৪১৩), 
গৃহীত স্বরলিপিতে 
রাগ-তালের উল্লেখ নেই। 
উক্ত স্বরলিপিটি ৩।৩।৩।৩ মাত্রা ছন্দে 'একতাল' -এ নিবদ্ধ।
 
- 
রাগ : ভৈরবী [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। 
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৪]
 
- 
রাগ: ভৈরবী। তাল: 
একতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
				প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৬]
- রাগ: ভৈরবী। তাল: একতাল।  
			[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। 
			পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৪।] 
 গ্রহস্বর: উদারার কোমল ধৈবত।
 লয়: মধ্য।