বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
কেন যামিনী না যেতে
জাগালে না, বেলা হল মরি লাজে।
পাঠ ও পাঠভেদ:
কেন যামিনী না যেতে জাগালে না, বেলা হল মরি লাজে।
শরমে জড়িত চরণে কেমনে চলিব পথের মাঝে॥
আলোকপরশে মরমে মরিয়া হেরো গো শেফালি পড়িছে ঝরিয়া,
কোনোমতে আছে পরান ধরিয়া কামিনী শিথিল সাজে॥
নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ উষার বাতাস লাগি,
রজনীর শশী গগনের কোণে লুকায় শরণ লাগি,
পাখি ডাকি বলে 'গেল বিভাবরী', বধূ চলে জলে লইয়া গাগরি।
আমি এ আকুল কবরী আবরি কেমনে যাইব কাজে॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্র পাণ্ডুলিপি Ms.n 434-এ গানটি পাওয়া যায়।
পাঠভেদ:
গানটির পাঠান্তর আছে।
কেন যামিনী না যেতে
জাগালে না
:কথার অংশ, শেফালি (আষাঢ় ১৩৩৫)
যামিনী না যেতে জাগালে না কেন :স্বরলিপি, শেফালি
(আষাঢ় ১৩৩৫)
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কল্পনা (বৈশাখ ১৩০৭ বঙ্গাব্দ)। শিরোনাম : লজ্জিতা। ভৈরবী [রবীন্দ্ররচনাবলী সপ্তম খণ্ড (বিশ্বভারতী), শ্রাবণ ১৩৯৩]
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড। বিবিধ। ভৈরবী (মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ২৪ [নমুনা: ২৪]
গান
ভৈরবী।
পৃষ্ঠা: ২২।
[নমুনা]
গীতবিতান
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৭ বঙ্গাব্দে প্রকাশিত
'কল্পনা' নামক
কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৮৯-১৯০][নমুনা:
প্রথমাংশ
শেষাংশ]
অখণ্ড গীতবিতান-এর প্রেম (প্রেম বৈচিত্র্য-৯৭)পর্যায়ের ১২৪ সংখ্যক গান।
স্বরবিতান পঞ্চাশত্তম (৫০) খণ্ডের (চৈত্র ১৪১৩) ২৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭৯-৮০
পত্রিকা:
সঙ্গীত প্রকাশিকা (১৩১০ বঙ্গাব্দ)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চাশত্তম (৫০) খণ্ডে (চৈত্র ১৪১৩), গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩।৩।৩ মাত্রা ছন্দে 'একতাল' -এ নিবদ্ধ। [স্বরলিপি-২৩]
রাগ : ভৈরবী [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৪]
রাগ: ভৈরবী। তাল: একতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৬]
গ্রহস্বর: উদারার কোমল ধৈবত।
লয়: মধ্য।