বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা:
শিরোনাম: 
      কমলবনের মধুপরাজি, 
      
      
       এসো 
      হে কমলভবনে।
পাঠ 
ও পাঠভেদ: 
কমলবনের মধুপরাজি, এসো হে কমলভবনে।
কী সুধাগন্ধ এসেছে আজি নববসন্তপবনে॥
অমল চরণে ঘেরিয়া পুলকে শত শতদল ফুটিল,
বারতা তাহারি দ্যুলোকে ভূলোকে ছুটিল ভুবনে ভুবনে॥
গ্রহে তারকায় কিরণে কিরণে বাজিয়া উঠিছে রাগিণী
গীতগুঞ্জন কূজনকাকলি আকুলি উঠিছে শ্রবণে।
সাগর গাহিছে কল্লোলগাথা, বায়ু বাজাইছে শঙ্খ—
সামগান উঠে বনপল্লবে, মঙ্গলগীত জীবনে॥
পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 120] [নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
	ক. রচনাকাল ও স্থান: 
		
		
		 গানটির রচনাকাল সম্পর্কের সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
		এই গানটি রবীন্দ্রনাথের
		 
		RBVBMS 
	120-তে পাওয়া যায়। এই পাণ্ডুলিপিটির সকল 
		গান ও কবিতা রচিত হয়েছিল ১৩০৭ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে। এই সূত্রে ধারণা 
		করা হয় গানটি রবীন্দ্রনাথ ৩৯ বৎসর ১ মাস বয়সে রচনা করেছিলেন।
    
[রবীন্দ্রনাথের 
		৩৯ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]