বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
কে উঠে ডাকি মম
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম : ২৯৯
কে উঠে ডাকি মম
বক্ষোনীড়ে থাকি
করুণ মধুর অধীর তানে বিরহবিধুর পাখি॥
নিবিড় ছায়া, গহন মায়া,
পল্লবঘন নির্জন বন—
শান্ত পবনে কুঞ্জভবনে কে
জাগে একাকী॥
যামিনী বিভোরা নিদ্রাঘনঘোরা—
ঘন তমালশাখা নিদ্রাঞ্জন-মাখা।
স্তিমিত তারা চেতনহারা,
পাণ্ডু গগন তন্দ্রামগন
চন্দ্র শ্রান্ত দিকভ্রান্ত
নিদ্রালস-আঁখি॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান:
-
ক. রচনাকাল ও স্থান: ১৩০২ বঙ্গাব্দের ২২ কার্তিক জোড়াসাকোঁতে এই গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
৩৪ বৎসর ৬ মাস বয়সের রচনা।
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
পত্রিকা:
-
সঙ্গীত
প্রকাশিকা পত্রিকা (আশ্বিন ১৩৩৬ বঙ্গাব্দ)।
পরজ।
গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপি ও স্বরলিপিকার:
-
দিনেন্দ্রনাথ ঠাকুর।
[স্বরবিতান ত্রয়োদশ
(১৩)
খণ্ড (জ্যৈষ্ঠ
১৪১৩ বঙ্গাব্দ)]
[
দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
- সুর ও তাল:
-
স্বরবিতান ত্রয়োদশ (১৩)
খণ্ডের
(জ্যৈষ্ঠ ১৪১৩ (
বঙ্গাব্দ)
গৃহীত
গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি
৩।৩।৩।৩
মাত্রা ছন্দে
একতালে নিবদ্ধ।
[একতালে
নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- রাগ : পরজ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি.
ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা
: ৭২]
- রাগ: পরজ।
তাল: একতাল।
[রবীন্দ্রসংগীত
: রাগ-সুর নির্দেশিকা।
সুধীর চন্দ। (প্যাপিরাস,
জানুয়ারি ১৯১৩)।
পৃষ্ঠা : ৪৫]।
-
রাগ: পরজ। তাল: দাদরা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৩।]
-
গ্রহস্বর:
না।
-
লয়: মধ্য।