স্বরবিতান-১৩
 

এই গ্রন্থের জ্যৈষ্ঠ ১৪১৩ মুদ্রণের ৮৯ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।


স্বরবিতান ত্রয়োদশ খণ্ড প্রকাশিত হয় আশ্বিন ১৩৫৭ সালে। এই গ্রন্থে ত্রিশটি গানের স্বরলিপি সংকলিত; ইহার মধ্যে উনত্রিশটি গানের স্বরলিপি দিনেন্দ্রনাথ ঠাকুর –কৃত-। ৮, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১ ও ২৪ –সংখ্যক গানের স্বরলিপি যথাক্রমে বিচিত্রা ১৩৩৬ অগ্রহায়, বিশ্বভারতী পত্রিকা শ্রাবণ-আশ্বিন ১৩৫৭, প্রবাসী ১৩২৮ বৈশাখ, প্রবাসী ১৩৩৬ কার্তিক, সঙ্গীতবিজ্ঞান-প্রবেশিকা ১৩৬৬ পৌষ, প্রবাসী ১৩২৮ আষাঢ়, সঙ্গীতবিজ্ঞান-প্রবেশিকা ১৩৩৬ আশ্বিন, সঙ্গীতবিজ্ঞান-প্রবেশিকা ১৩৪১ আষাঢ় ও প্রবাসী ১৩২৮ শ্রাবণ সংখ্যায় প্রকাশিত এবং তাহা ছাড়া, কুড়িটি গানের স্বরলিপি পাণ্ডুলিপি হইতে সংকলিত। ৩-সংখ্যক গানের স্বরলিপি শ্রীশৈলজারঞ্জন মজুমদার –কৃত ও বিশ্বভারতী পত্রিকার ১৩৪৯ আশ্বিন সংখ্যা হইতে সংকলিত।

এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানের রচনাকাল ও প্রকাশকাল সম্পর্কে এ যাবৎ সংগৃহীত তথ্য মাঘ ১৩৭৬ সংস্করণে সন্নিবিষ্ট হইয়াছে। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।
আষাঢ় ১৩৮১ এই গ্রন্থে গৃহীত গানগুলির তালিকা নিচে দেওয়া হলো।
 


আকাশে তোর তেমনি আছে ছুটি [বিচিত্র-১০৪] [তথ্য] [নমুনা]
আকুল কেশে আসে [প্রেম-১৫৩] [তথ্য] [নমুনা]
আঁধার এলে বলে [পূজা-৬০০] [তথ্য] [নমুনা]
আমার না-বলা বাণীর ঘন যামিনীর মাঝে [পূজা-৫৬] [তথ্য] [নমুনা]
একলা ব'সে হেরো তোমার ছবি [প্রেম-৬৯] [তথ্য] [নমুনা]
এসো এসো ফিরে এসো [প্রেম-২৫২] [তথ্য] [নমুনা]
ওগো সুন্দর একদা কী জানি কোন্ পুণ্যের ফলে [পূজা-৫৩৪] [তথ্য] [নমুনা]
ওরে, কী শুনেছিস ঘুমের ঘোরে [প্রেম-১৪৫] [তথ্য] [নমুনা]
কৃষ্ণকলি আমি তারেই বলি [বিচিত্র-৭৫] [তথ্য] [নমুনা]
কে উঠে ডাকি মম বক্ষে নীড়ে থাকি [প্রেম-২৯৯]
[তথ্য] [নমুনা]
কেন বাজাও কাঁকন কনকন [প্রেম-১২৩] [তথ্য] [নমুনা]
চিত্ত আমার হারালো [প্রকৃতি-১০০] [তথ্য] [নমুনা]
তোমার প্রেমে ধন্য কর যারে [পূজা-৮৯] [তথ্য] [নমুনা]
ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে [পূজা-৩০৩] [তথ্য] [নমুনা]
নিশা-অবসানে কে দিল গোপনে আনি [পূজা-১৩৫] [তথ্য] [নমুনা]
নীরবে থাকিস, সখী [প্রেম-৩৩৮] [তথ্য] [নমুনা]
পথ এখনো শেষ হলো না [পূজা-৫৮৩] [তথ্য] [নমুনা]
পুরানো জানিয়া চেয়ো না আমারে [প্রেম-৭৫] [তথ্য] [নমুনা]
পূর্ণ প্রাণে চাবার যাহা [প্রেম-৩২৪] [তথ্য] [নমুনা]
পূর্বগগনভাগে দীপ্ত হইল সুপ্রভাত [পূজা-২৬৫] [তথ্য] [নমুনা]
ফুল তুলিতে ভুল করেছি [প্রেম-৯৩] [তথ্য] [নমুনা]
বজ্রে তোমার বাজে বাঁশি, সেকি সহজ গান [পূজা-২২২] [তথ্য] [নমুনা]
বড়ো বেদনার মতো বেজেছ তুমি [প্রেম-৫৭] [তথ্য] [নমুনা]
বসন্ত, তোর শেষ ক’রে দে [প্রকৃতি-২১১] [তথ্য] [নমুনা]
যা পেয়েছি প্রথম দিনে [পূজা-৫৮৪] [তথ্য] [নমুনা]
সকরুণ বেণু বাজায়ে কে যায় [প্রেম-২৪৯] [তথ্য] [নমুনা]
সকলকলুষতামসহর, জয় হোক তব জয় পূজা-৩৭৭] [তথ্য] [নমুনা]
সার্থক কর সাধন[পূজা-১২৭] [তথ্য] [নমুনা]
হায় অতিথি, এখনি কি হল তোমার [প্রেম-১৬৩] [তথ্য] [নমুনা]
হায় হায় হায় দিন চলে যায় [বিচিত্র-১২৩] [তথ্য] [নমুনা]