কেন বাজাও কাঁকন কনকন কত ছলভরে।
ওগো, ঘরে ফিরে চলো কনককলসে জল ভরে॥
কেন জলে ঢেউ তুলি ছলকি ছলকি কর খেলা।
কেন চাহ খনে খনে চকিত নয়নে কার তরে কত ছলভরে॥
হেরো যমুনা-বেলায় আলসে হেলায় গেল বেলা,
কত হাসিভরা ঢেউ করে কানাকানি কলস্বরে কত ছলভরে।
হেরো নদীপরপারে গগনকিনারে মেঘমেলা,
তারা হাসিয়া হাসিয়া চাহিছে তোমারি মুখ' পরে কত ছলভরে॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ভাদ্র-আশ্বিন ১৩০৪ বঙ্গাব্দ। গানটি রবীন্দ্রনাথের ৩৬ বৎসর ৪-৫ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কল্পনা (বৈশাখ ১৩০৭ বঙ্গাব্দ)। শিরোনাম : লীলা। [রবীন্দ্ররচনাবলী সপ্তম খণ্ড (বিশ্বভারতী), শ্রাবণ ১৩৯৩]
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড। বিবিধ। সিন্ধু-ভৈরবী। (মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ১৮-১৯ [নমুনা: ১৮, ১৯]
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ । গান। সিন্ধু-ভৈরবী। পৃষ্ঠা: ১৬-১৭। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৭ বঙ্গাব্দে প্রকাশিত 'কল্পনা' নামক কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৮৮]
গীতবিতান-এর প্রেম (প্রেম বৈচিত্র্য-৯৬) পর্যায়ের ১২৩ সংখ্যক গান।
স্বরবিতান ত্রয়োদশ (১৩) খণ্ডের (জ্যৈষ্ঠ ১৪১৩) ২১ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৫-৫৭
পত্রিকা: সঙ্গীত বিজ্ঞান প্রবেশ (আষাঢ় ১৩৪১)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান ত্রয়োদশ (১৩) খণ্ডে (জ্যৈষ্ঠ ১৪১৩) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।২।২ মাত্রা ছন্দে 'তেওরা' তালে নিবদ্ধ। [স্বরলিপি-২১]
রাগ: কাফি। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৯]
রাগ: কাফি। তাল: তেওরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৬]
গ্রহস্বর: রা।
লয়: মধ্য।
ঙ. স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
চ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: