বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: কেন বাজাও কাঁকন কনকন কত ছলভরে
পাঠ ও পাঠভেদ
- গীতবিতান অখণ্ড (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর
কেন বাজাও কাঁকন কনকন
কত ছলভরে।
ওগো, ঘরে ফিরে চলো কনককলসে জল ভরে
॥
কেন জলে ঢেউ তুলি ছলকি
ছলকি কর খেলা।
কেন চাহ খনে খনে চকিত
নয়নে কার তরে কত ছলভরে॥
হেরো যমুনা-বেলায় আলসে
হেলায় গেল বেলা,
কত হাসিভরা ঢেউ করে
কানাকানি কলস্বরে কত ছলভরে।
হেরো নদীপরপারে গগনকিনারে
মেঘমেলা,
তারা হাসিয়া হাসিয়া
চাহিছে তোমারি মুখ' পরে কত ছলভরে॥
- পাণ্ডুলিপির
পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায়
নি।
- তথ্যানুসন্ধান
-
ক.
রচনাকাল ও স্থান:
ভাদ্র-আশ্বিন ১৩০৪ বঙ্গাব্দ।
গানটি রবীন্দ্রনাথের ৩৬ বৎসর ৪-৫ মাস বয়সের রচনা।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
- পত্রিকা:
সঙ্গীত বিজ্ঞান প্রবেশ (আষাঢ় ১৩৪১)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ
মুদ্রিত হয়েছিল।
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
সুর ও তাল:
-
স্বরবিতান ত্রয়োদশ
(১৩) খণ্ডে (জ্যৈষ্ঠ ১৪১৩)
গৃহীত স্বরলিপিতে
রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি ৩।২।২
মাত্রা ছন্দে 'তেওরা' তালে
নিবদ্ধ।
-
রাগ:
কাফি। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৯]
-
রাগ: কাফি। তাল: তেওরা।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৬]
-
রাগ: সিন্ধু, খাম্বাজ। তাল: তেওরা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৪।]
গ্রহস্বর: রা।
লয়: মধ্য।