বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আকুল কেশে আসে, চায় ম্লাননয়নে
পাঠ ও পাঠভেদ:
আকুল কেশে আসে, চায় ম্লাননয়নে, কে গো চিরবিরহিণী—
নিশিভোর আঁখি জড়িত ঘুমঘোরে,
বিজন ভবনে কুসুমসুরভি মৃদু পবনে,
সুখশয়নে, মম প্রভাতস্বপনে॥
শিহরি চমকি জাগি তারি লাগি।
চকিতে মিলায় ছায়াপ্রায়, শুধু রেখে যায়
ব্যাকুল বাসনা কুসুমকানন।
পাণ্ডুলিপির পাঠ:
Ms.287।
Ms.426 (i)।
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান:
১৩০২
বঙ্গাব্দে ১১ই
কার্তিক রবীন্দ্রনাথ শিলাইদহ থেকে কলকাতায় ফিরে আসেন। এরপর জোড়াসাঁকোর বাড়িতে তিনি
কার্তিক মাসের পুরো সময়টাই কাটান। এই সময়ে তিনি ৯টি নতুন গান রচনা করেন। এই গানটি
তিনি রচনা করেন
২৫শে কার্তিক। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৪ বৎসর ৬ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত। পৃষ্ঠা: ১৩০। [ ১৩০]
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান। রামকেলী। পৃষ্ঠা: ৪৩৩]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ) 'গান' অংশ থেকে গৃহীত হয়েছে । পৃষ্ঠা: ১১২]
দ্বিতীয় খণ্ড দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম (প্রেম বৈচিত্র্য ১২৬) পর্যায়ের ১৫৩ সংখ্যক গান।
স্বরবিতান ত্রয়োদশ (১৩) খণ্ডের (জ্যৈষ্ঠ ১৪১৩ বঙ্গাব্দ) ১৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৭-৪৮।
পত্রিকা:
সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা (পৌষ ১৩৩৬ বঙ্গাব্দে)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি: [নমুনা]
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান ত্রয়োদশ (১৩) খণ্ডে (জ্যৈষ্ঠ ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ তালের উল্লেখ নেই। গানটি ৪।৪ ছন্দে কাহারবা তালে নিবদ্ধ।
রাগ : মিশ্র বসন্তমুখারি। গানটি বসন্তমুখারি রাগে আরম্ভ হয় এবং পরে ভৈরবীতে যায়। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা: ৭৮]
রাগ: মিশ্র ভৈরবী। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৪]।
রাগ ভৈরব, ভৈরবী। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৪৮]
গ্রহস্বর: মগা।
লয়: মধ্য