বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ফুলটি ঝরে গেছে রে।
পাঠ ও পাঠভেদ:
ফুলটি ঝরে গেছে রে।
বুঝি সে উষার আলো উষার দেশে চলে গেছে॥
শুধু সে পাখিটি মুদিয়া আঁখিটি
সারাদিন একলা বসে গান গাহিতেছে॥
প্রতিদিন দেখত যারে আর তো তারে দেখতে না পায়-
তবু সে নিত্যি আসে গাছের শাখে, সেইখেনেতেই বসে থাকে,
সারা দিন সেই গানটি গায় সন্ধ্যা হলে কোথায় চলে যায়॥
ক. গীতবিতানের প্রেম ও প্রকৃতি পর্যায়ের ৩৮ সংখ্যক গান।
পাণ্ডুলিপির পাঠ: 'মালতী পুঁথি'র পাণ্ডুলিপিতে (পাণ্ডুলিপি 231) গানটি পাওয়া যায়। [নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: