বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: আমাদের যাত্রা হল শুরু

পাঠ ও পাঠভেদ:

 

আমাদের    যাত্রা হল শুরু   এখন,   ওগো কর্ণধার।

                   তোমারে         করি নমস্কার।

এখন        বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর—

                   তোমারে         করি নমস্কার॥

আমরা       দিয়ে তোমার জয়ধ্বনি   বিপদ বাধা নাহি গণি

                                      ওগো কর্ণধার।

এখন        মাভৈঃ বলি ভাসাই তরী, দাও গো করি পার—

                   তোমারে         করি নমস্কার॥

 

এখন        রইল যারা আপন ঘরে   চাব না পথ তাদের তরে

                                       ওগো কর্ণধার।

যখন         তোমার সময় এল কাছে তখন কে বা কার—

                   তোমারে         করি নমস্কার।

মোদের      কেবা আপন, কে বা অপর, কোথায় বাহির, কোথা বা ঘর

                                       ওগো কর্ণধার।

চেয়ে         তোমার মুখে   মনের সুখে   নেব সকল ভার—

                   তোমারে         করি নমস্কার॥

আমরা       নিয়েছি দাঁড়, তুলেছি পাল,   তুমি এখন ধরো গো হাল

                                       ওগো কর্ণধার।

মোদের      মরণ বাঁচন ঢেউয়ের নাচন, ভাবনা কী বা তার—

                   তোমারে         করি নমস্কার।

আমরা       সহায় খুঁজে পরের দ্বারে   ফিরব না আর বারে বারে

                                       ওগো কর্ণধার।

কেবল        তুমিই আছ আমরা আছি     এই জেনেছি সার—

                   তোমারে         করি নমস্কার॥