বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আমাদের
যাত্রা হল শুরু
পাঠ ও পাঠভেদ:
আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার।
তোমারে করি নমস্কার।
এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর—
তোমারে করি নমস্কার॥
আমরা দিয়ে তোমার জয়ধ্বনি বিপদ বাধা নাহি গণি
ওগো কর্ণধার।
এখন মাভৈঃ বলি ভাসাই তরী, দাও গো করি পার—
তোমারে করি নমস্কার॥
এখন রইল যারা আপন ঘরে চাব না পথ তাদের তরে
ওগো কর্ণধার।
যখন তোমার সময় এল কাছে তখন কে বা কার—
তোমারে করি নমস্কার।
মোদের কেবা আপন, কে বা অপর, কোথায় বাহির, কোথা বা ঘর
ওগো কর্ণধার।
চেয়ে তোমার মুখে মনের সুখে নেব সকল ভার—
তোমারে করি নমস্কার॥
আমরা নিয়েছি দাঁড়, তুলেছি পাল, তুমি এখন ধরো গো হাল
ওগো কর্ণধার।
মোদের মরণ বাঁচন ঢেউয়ের নাচন, ভাবনা কী বা তার—
তোমারে করি নমস্কার।
আমরা সহায় খুঁজে পরের দ্বারে ফিরব না আর বারে বারে
ওগো কর্ণধার।
কেবল তুমিই আছ আমরা আছি এই জেনেছি সার—
তোমারে করি নমস্কার॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ: পাঠভেদ আছে।
স্বরবিতান-৪৭এর ১১১ পৃষ্ঠায় মুদ্রিত পাঠভেদ অনুসারে
নিচের
পাঠভেদটি দেওয়া হলো।
মোদের কে বা আপন......কোথায় বা ঘর.....
আমরা সহায় খুঁজে পরের দ্বারে : ভারততীর্থ (১৩৫৪)
মোদের কে বা আপন......কোথায় বা ঘর.....
আমরা সহায় খুঁজে দ্বারে দ্বারে : ধর্মসঙ্গীত (১৩৫৪)
: গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
MS_110
(i)-তে
গানটির রচনাকাল ও স্থানের উল্লেখ আছে, '২১শে আশ্বিন, ১৩৩২ গিরিড'।
এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৪ বৎসর ৫ মাস।
উল্লেখ্য, ১
সেপ্টেম্বর ১৯০৫ খ্রীষ্টাব্দ,
(শুক্র
১৬ ভাদ্র ১৩১২ বঙ্গাব্দ) তারিখে ব্রিটিশ ভারতের শীতকালীন রাজধানী সিমলা থেকে ঘোষিত
হলো-
১৬
অক্টোবর
১৯০৫ খ্রীষ্টাব্দ (৩০ আশ্বিন ১৩১২ বঙ্গাব্দ) তারিখ থেকে বঙ্গভঙ্গ
কার্যকরী
হবে।
ফলে কলকাতায় বঙ্গভঙ্গ আইন বাতিলের জন্য আন্দোলন তীব্রতর হয়ে ওঠে।
২৬ ভাদ্র রবীন্দ্রনাথ
গিরিডিতে পৌঁছে ২৩টি স্বদেশী গান রচনা করেন।
এর ভিতরে এই গানটি রচনা করেছিলেন ২১শে
আশ্বিন।
এই গানগুলির তালিকা দেখুন :
গান তালিকা
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ দশম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
গীতবিতান
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। স্বদেশ পর্যায়ের ১৩ সংখ্যক গান।
গীতলিপি ৪ (১৯১০-১৮)। পাঠান্তর : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
গীতিচর্চ্চা (বিশ্বভারতী ১৩৩২)
ধর্ম্ম সংগীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১)
স্বরবিতান সপ্তচত্বারিংশ (৪৭) খণ্ডের ৭ সংখ্যক গান। পৃষ্ঠা ২৭-৩২।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩২০ বঙ্গাব্দ)
ভারততীর্থ (১৫ আগস্ট ১৯৪৭, ২৯ শ্রাবণ ১৩৫৪)। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যয়-কৃত স্বরলিপিসহ মুদ্রিত হয়েছিল।
সঙ্গীত প্রকাশিকা (পৌষ ১৩১২)। মিশ্র টোড়ি-একতালা। ইন্দিরাদেবী কর্তৃক স্বরলিপিসহ মুদ্রিত হয়েছিল।
সঞ্জীবনী পত্রিকা (১২ অক্টোবর ১৯০৫)। রবীন্দ্রনাথের স্বাক্ষরসহ মুদ্রিত।
পরিবেশনা:
১১ই মাঘ ১৩২০ বঙ্গাব্দ
(শনি,
জানুয়ারি, ১৯১৪
খ্রিষ্টাব্দ)
তারিখে আদি ব্রাহ্মসমাজের চতুরশীতিতম সাংবৎসরিক
ব্রহ্মোৎসবের
প্রাতঃকালীন অধিবেশন অনুষ্ঠিত হয়-
আদি ব্রাহ্মসমাজ মন্দিরে।
উক্ত অনুষ্ঠানে এই গানটি
গীত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যয়।
সুর ও তাল:
স্বরবিতান ৪৭ খণ্ডে গৃহীত গানে রাগ তালের উল্লেখ নেই। গানটি ৩।৩।৩। ছন্দে ত্রিমাত্রিক একতালে নিবদ্ধ হিসাবে গণ্য করা যায়।
রাগ: ভৈরবী। তাল : একতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ২৮]
ভৈরবী। তাল: একতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৪।]
গ্রহস্বর সা।
লয়-দ্রুত।