মাঘোৎসব ৮৪
শনিবার ,
১১ মাঘ ১৩২০ বঙ্গাব্দ [২৪ জানুয়ারি ১৯১৩ খ্রিষ্টাব্দ]

এই মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথের ১৬টি গান পরিবেশিত হয়েছিল। এর ভিতরে প্রাতঃকালীন অধিবেশনে পরিবেশিত হয়েছিল ৮টি গান এবং সায়ংকালীন অধিবেশনে ৮টি গান পরিবেশিত হয়েছিল। এই গানগুলোর সবগুলোই ছিল পূর্বে রচিত। নিচে গানগুলির তালিকা দেওয়া হলো।

প্রাতঃকালীন উপাসনায় পরিবেশিত ৮টি গান
১. ভোরের বেলায় কখন এসে [পূজা-২৬৭] [তথ্য]
২. গাব তোমার সুরে [পূজা-৯৭] তথ্য]
৩. বাজাও আমারে বাজাও[পূজা-৯৯] [তথ্য]
৪. জানি গো, দিন যাবে এ দিন যাবে [পূজা-৫৯৪] [তথ্য]
৫. তোমায় আমায় মিলন হবে ব'লে [পূজা-৩৪] [তথ্য]
৬. আমার মুখের কথা তোমার [পূজা-১০৮] [তথ্য]
৭. প্রাণে খুশির তুফান উঠেছে [পূজা-৩১৪] [তথ্য]
৮. আমাদের যাত্রা হল শুরু এখন ওগো কর্ণধার [স্বদেশ-১৩] [তথ্য]

সন্ধ্যাকালীন উপাসনায় পরিবেশিত ৮টি গান
১. প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে [পূজা-১০৯] [তথ্য]
২. প্রভু, তোমার বীণা যেমনি বাজে। [পূজা-৩৫] [তথ্য]
৩. তোমারি নাম বলব নানা ছলে[পূজা-১০৫] [তথ্য]
৪. আমার সকল কাঁটা ধন্য করে [পূজা-২৯৩] [তথ্য]
৫. অসীম ধন তো আছে তোমার [পূজা-৭৯] [তথ্য]
৬.লুকিয়ে আস আঁধার রাতে [পূজা-৯০] [তথ্য]
৭. নয় এ মধুর খেলা [পূজা-২৩৫] [তথ্য]
৮. আমার যে আসে কাছে,যে যায় চলে দূ রে [পূজা-২৪৬] [তথ্য]