বিষয়: 
		রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা: 
		
		শিরোনাম: 
		
আমার যে আসে কাছে,
যে যায় চলে দূরে
পাঠ ও পাঠভেদ:
আমার যে আসে কাছে, যে যায় চলে দূরে,
কভু পাই বা কভু না পাই যে বন্ধুরে,
যেন এই কথাটি বাজে মনের সুরে-
তুমি আমার কাছে এসেছ ॥
কভু মধুর রসে ভরে হৃদয়খানি,
কভু নিঠুর বাজে প্রিয়মুখের বাণী,
তবু নিত্য যেন এই কথাটি জানি-
তুমি স্নেহের হাসি হেসেছে ॥
ওগো, কভু সুখের কভু দুখের দোলে
মোর জীবন জুড়ে কত তুফান তোলে,
যেন চিত্ত আমার এই কথা না ভোলে-
তুমি আমায় ভালোবেসেছ।
যবে মরণ আসে নিশীথে গৃহদ্বারে
যবে পরিচিতের কোল হতে সে কাড়ে,
যেন জানি গো সেই অজানা পারাবারে
    এক তরীতে 
তুমি ভেসেছ 
॥
	
[RBVBMS 229]  [নমুনা]
তথ্যানুসন্ধান
		ক. রচনাকাল ও স্থান:
		
	রবীন্দ্রনাথের 
		পাণ্ডুলিপি 
		
		RBVBMS 229-তে 
		লিখিত এই গানের শেষে  সময় ও স্থান লেখা আছে-'১লা 
		কার্তিক/ শান্তিনিকেতন। 
		
		উল্লেখ্য, 
১৩২০ 
		বঙ্গাব্দের ১১ আশ্বিন [শনিবার ২৭ সেপ্টেম্বর] রবীন্দ্রনাথ 
বোম্বাইতে পৌঁছান। ১৩ আশ্বিন [সোমবার ২৯ সেপ্টেম্বর] তিনি রেলপথে কলকাতা পৌঁছান। 
রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ১৪ আশ্বিন গিয়ে ১৬ আশ্বিনে আবার কলকাতায় ফিরে আসেন। ২৫ 
আশ্বিন [১১ অক্টোবর] শান্তিনিকেতনে ফিরে আসেন। এরপর শান্তিনিকেতনে 
১লা কার্তিক [শনিবার ১৮ অক্টোবর] গানটি রচনা করেছিলেন। এই সময় 
		রবীন্দ্রনাথের বয়স ছিল-
		
				৫২ বৎসর ৬ মাস।
       
[৫২  বৎসর 
	অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
			
	
		
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতলেখা দ্বিতীয় ভাগ (১৩২৫ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
 গীতিমাল্য
				 
					রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড 
(বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৬৮-৬৯। 
					৪৫ সংখ্যক গান।
		
					
স্বরবিতান একচত্বারিংশ (৪১) খণ্ডের চতুর্থ গান। পৃষ্ঠা ১২-১৫। [নমুনা]
পত্রিকা:
আনন্দ-সঙ্গীত (ফাল্গুন ১৩২০ বঙ্গাব্দ)। ব্রজেন্দ্রলাল গাঙ্গুলি-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
তত্ত্ববোধিনী [ফাল্গুন ১৩২০ বঙ্গাব্দ। গান ৯। পৃষ্ঠা ২৩৮-২৩৯] [নমুনা]
প্রবাসী [চৈত্র ১৩২০ বঙ্গাব্দ। গান সংখ্যা ১৫। পৃষ্ঠা: ৫৮১-৫৮২][নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
রেকর্ডসূ্ত্র
: পাওয়া যায় নি।প্রকাশের কালানুক্রম: গানটি ১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত ' গীতিমাল্য' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে প্রথম প্রকাশিত হয়েছিল। এরপর যে সকল গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো- কাব্যগ্রন্থ নবম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ) ও গীতলেখা দ্বিতীয় ভাগ (১৩২৫ বঙ্গাব্দ
পরিবেশনা: ১১ই মাঘ ১৩২০ বঙ্গাব্দ (শনি, জানুয়ারি, ১৯১৪ খ্রিষ্টাব্দ) তারিখে আদি ব্রাহ্মসমাজের চতুরশীতিতম সাংবৎসরিক ব্রহ্মোৎসবের সান্ধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হয়- আদি ব্রাহ্মসমাজ মন্দিরে। উক্ত অনুষ্ঠানে এই গানটি গীত হয়েছিল।
রাগ: পরজ। তাল: তেওরা [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩১]।
রাগ: ভৈরব। তাল: তেওরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা: ৫৮।]