বিষয়: 
		রবীন্দ্রসঙ্গীত। 
		শিরোনাম: 
		
তোমারি নাম বলব নানা ছলে
		
		পাঠ ও পাঠভেদ:
		
		
		
			- 
			
			গীতবিতান 
			(বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: 
			পূজা:
			
			১০৫
	
তোমারি নাম বলব নানা ছলে,
বলব একা বসে আপন   মনের ছায়াতলে
॥
বলব বিনা ভাষায়,   বলব বিনা আশায়,
বলব মুখের হাসি দিয়ে,  বলব চোখের জলে॥
বিনা প্রয়োজনের ডাকে  ডাকব তোমার নাম,
সেই ডাকে মোর শুধু-শুধুই  পূরবে মনস্কাম।
শিশু যেমন মাকে  নামের নেশায় ডাকে,
বলতে পারে এই সুখেতেই  মায়ের নাম সে বলে॥
 
	
	RBVBMS 229 
		
	 16 Moor's Garden/Cheyne Walk /৮ই ভাদ্র ১৩২০' [নমুনা]
 
	
	তথ্যানুসন্ধান
		- ক. রচনাকাল ও স্থান:   
		রবীন্দ্রনাথের  
		
RBVBMS 229 
		
		
		পাণ্ডুলিপিতে গানটি পাওয়া গেছে। 
		এই গানের শেষে রচনাকাল ও স্থানের উল্লেখ আছে, '
		
 16 Moor's 
		Garden/Cheyne Walk
		/৮ই 
		ভাদ্র ১৩২০'।
		
			উল্লেখ্য, ১৩১৯ বঙ্গাব্দের ১৪ জ্যৈষ্ঠ 
[২৭ মে ১৯১২ খ্রিষ্টাব্দ], 
		রবীন্দ্রনাথ বোম্বাই থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা দেন। এই বৎসরে তিনি 
		ইউরোপের নানা জায়গায় ঘুরে বেড়ান। এই বৎসরের
		 ৮ 
		ভাদ্র ১৩২০ বঙ্গাব্দ ইংল্যান্ডের  
		
		16 Moor's Garden/Cheyne Walk
		
		-এ 
		অবস্থানকালে রবীন্দ্রনাথ এই গানটি রচনা করেছিলেন। 
		এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল
		৫২ বৎসর ৪ মাস বয়সের রচনা।  
		
		
		
		
		        
		  [রবীন্দ্রনাথের 
		৫২ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
 
		
 
		খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ 
		বঙ্গাব্দ], গীতিমাল্য ৩২,
		 
			
			
 16 Moor's 
		Garden/Cheyne Walk
		/৮ই ভাদ্র ১৩২০' পৃষ্ঠা ৩২৪। [নমুনা]
			
				 
				
				গীতবিতান
					-  
					
					
					দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮], 
					পৃষ্ঠা ৪২২। [নমুনা]
-  
					
					
					প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ [
					বিশ্বভারতী, মাঘ ১৩৪৮], 
					পর্যায়:
					
					পূজা, 
					উপবিভাগ: প্রার্থনা ১৪, 
					পৃষ্ঠা: 
					৪৫। [নমুনা]
-  
					অখণ্ড, তৃতীয় সংস্করণ 
 [বিশ্বভারতী, পৌষ ১৩৮০], 
					
					
					পূজা  ১০৫, উপ-বিভাগ :
					
					প্রার্থনা-১৪, 
					পৃষ্ঠা: 
					৪৮।
গীতিচর্চ্চা   
[বিশ্বভারতী, পৌষ ১৩৩২], গান সংখ্যা ৬১, পৃষ্ঠা: ৪৫-৪৬। 
	[নমুনা: 
	প্রথমাংশ,
	শেষাংশ]
				
				 
				
				গীতিমাল্য
					-  
					
					প্রথম সংস্করণ, [ইন্ডিয়ান 
					পাবলিশিং হাউস, ১৯ আষাঢ় ১৩২১ বঙ্গাব্দ], 
					গান সংখ্যা ৩২, পৃষ্ঠা ৪৮। 
					[নমুনা]
-  
					রবীন্দ্ররচনাবলী 
					একাদশ খণ্ড [বিশ্বভারতী, আষাঢ় ১৩৪৯], গান সংখ্যা ৩২, পৃষ্ঠা
					১৫৯।
স্বরবিতান চত্বারিংশ খণ্ড (৪০) 
				[বিশ্বভারতী, 
				বৈশাখ ১৪১৩] খণ্ডের ১৬ সংখ্যক গান।
				পৃষ্ঠা ৫৩-৫৫।  [নমুনা]
			
			 
			পত্রিকা: 
			 
			
			
			 রেকর্ডসূত্র:
			 রেকর্ডসূত্র 
			পাওয়া যায় নি।
			  
			 
			পরিবেশনা:  
			১৩২০ বঙ্গাব্দ ১১ই মাঘ (শনি,জানুয়ারি,১৯১৪ খ্রিষ্টাব্দ) তারিখে আদি 
			ব্রাহ্মসমাজের চতুরশীতিতম সাংবৎসরিক ব্রহ্মোৎসবের সান্ধ্যকালীন 
			অধিবেশন অনুষ্ঠিত হয়- আদি ব্রাহ্মসমাজ মন্দিরে। এই অনুষ্ঠানে গানটি 
			পরিবেশিত হয়েছিল। 
			 
			 
			রবীন্দ্রনাথ-কৃত অনুবাদ:
		 	 
 
			 
 
		 
			 Fruit-Gathering
			 
		 
			 
			[Newyork The Macmilllan Company 1916], LXXXII
			 
			page 111
			 
			 I will utter your name, sitting alone among the shadows of my 
			silent thoughts. 
			
			I will utter it without words, I will utter it without purpose. 
			
			For I am like a child that calls its mother an hundred times, glad 
			that it can say “Mother.”
			   
		
	
	
	প্রকাশের কালানুক্রম: ১১ই মাঘ ১৩২০ বঙ্গাব্দ (শনি, জানুয়ারি, ১৯১৪ খ্রিষ্টাব্দ) তারিখে আদি ব্রাহ্মসমাজের চতুরশীতিতম সাংবৎসরিক ব্রহ্মোৎসবের সান্ধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হয়- আদি ব্রাহ্মসমাজ মন্দিরে। উক্ত অনুষ্ঠানে এই গানটি গীত হয়েছিল। এরপর গানটি তত্ত্ববোধিনী  পত্রিকার 'ফাল্গুন ১৩২০ বঙ্গাব্দ' সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এরপরের মাসে অর্থাৎ ১৩২০ চৈত্র মাসে আনন্দ-সঙ্গীত পত্রিকা ও প্রবাসী-তে প্রকাশিত হয়েছিল। 
			
এরপর অন্যান্য যে সকল গ্রন্থাদিতে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল, সেগুলো হলো-
গীতিমাল্য প্রথম সংস্করণ (১৩২১), কাব্যগ্রন্থ নবম খণ্ড  (১৩২৩) ও গীতি-চর্চ্চা (১৩৩২)।
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত গীতবিতান -এর দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণে-  গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এর প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা, পর্যায়ের উপবিভাগ: প্রার্থনা হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের ১০৫ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।