খাম্বাজ  রাগে নিবদ্ধ রবীন্দ্র সঙ্গীতের তালিকা
		
		খাম্বাজ রাগ পরিচিত
- অসীম ধন তো আছে তোমার [পূজা-৭৯]
	[তথ্য]
- আজি যত তারা তব আকাশে[পূজা-৬৬] 
	[তথ্য]
- আমি তোমায় যত শুনিয়েছিলাম গান  [পূজা-৫]
	[তথ্য]
- আমার বেলা যে যায় [পূজা-১২]
	[তথ্য]
- কণ্ঠে নিলেম গান,আমার শেষ পারানির কড়ি [পূজা-৩১]
	[তথ্য]
- কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও [প্রকৃতি-২] 
	[তথ্য]
- গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি। [পূজা-২৬] 
	[তথ্য] 
- তুমি কেমন করে গান করো হে গুণী [পূজা-৪]
	[তথ্য]
- তোমায় নতুন করে পাব ব'লে। [পূজা-৪৫]
	[তথ্য]
- তোমারি নাম বলব নানা ছলে [পূজা-১০৫]
	[তথ্য]
- ধনে জনে আছি জড়ায়ে হায়[পূজা-১১৮] 
	[তথ্য]
- প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে [পূজা-১০৯] 
	[তথ্য]
- যারা কথা দিয়ে তোমার কথা বলে[পূজা-১৪]
	[তথ্য]
- সার্থক কর সাধন [পূজা-১২৭]
	[তথ্য]