পাঠ ও পাঠভেদ:
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
মোরে আরো আরো আরো দাও প্রাণ।
তব ভুবনে তব ভবনে
মোরে আরো আরো আরো দাও স্থান॥
আরো আলো আরো আলো
এই
নয়নে, প্রভু, ঢালো।
সুরে সুরে বাঁশি পুরে
তুমি
আরো আরো আরো দাও তান॥
আরো বেদনা আরো বেদনা
প্রভু,
দাও মোরে আরো চেতনা।
দ্বার ছুটায়ে বাধা টুটায়ে
মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ।
আরো প্রেমে আরো প্রেমে
মোর
আমি ডুবে যাক নেমে।
সুধাধারে আপনারে
তুমি
আরো আরো আরো করো দান॥
পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 229] [নমুনা]
পাঠভেদ:
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
প্রভু দাও মোরে আরো বেদনা : স্বরলিপি, গীতলেখা ৩ (১৩২৭)
দাও মোরে আরো বেদনা : কথার অংশ, গীতলেখা ৩ (১৩২৭) গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও
স্থান: পাণ্ডুলিপিতে এই গানটির নিচে রচনাকাল
ও স্থান উল্লেখ আছে- 'লোহিত সাগর/৩রা জুন/১৯১২' । ১৯১২ খ্রিষ্টাব্দে
(১৩১৯ বঙ্গাব্দ) রবীন্দ্রনাথের বিলেত যাত্রার সময় লোহিত
সাগরে জাহাজে গানটি লিখেছিলেন। পরে রবীন্দ্রনাথ এ গানটির ইংরেজী অনুবাদ তৈরি
করেছিলেন। এই অনুবাদটি প্রথম চরণ ছিল-
More life, my lord,
yet more..। গানটি রচনার সময় তাঁর বয়স
ছিল
৫১
বৎসর ১ মাস।
[রবীন্দ্রনাথের
৫১ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
পথের সঞ্চয়
(ভাদ্র ১৩৪৬ বঙ্গাব্দ)। 'আনন্দরূপ' নামক প্রবন্ধে মুদ্রিত।
রবীন্দ্ররচনাবলী ষড়বিংশ খণ্ড (পৌষ ১৩৫৫, বিশ্বভারতী), পৃষ্ঠা : ৪৯৬।
প্রথম সংস্করণ [ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৯ আষাঢ় ১৩২১, গান সংখ্যা ২৮, পৃষ্ঠা ৪৩] [নমুনা]
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮), গীতলেখা তৃতীয় খণ্ড, পৃষ্ঠা ৪২১-২২। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮), পর্যায়: পূজা, উপবিভাগ: প্রার্থনা ১৮, পৃষ্ঠা: [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০), পূজা ১০৯, উপ-বিভাগ : প্রার্থনা ১৮, পৃষ্ঠা: ৫০।
গীতলেখা তৃতীয় ভাগ (১৩২৭ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।১
গীতি-চর্চ্চা (বিশ্বভারতী, পৌষ ১৩৩২), গান সংখ্যা ৬০, পৃষ্ঠা: ৪৫। [নমুনা]
স্বরবিতান একচত্বারিংশ (৪১) (বিশ্বভারতী, বৈশাখ ১৪১৩) খণ্ডের ১৯ সংখ্যক গান। পৃষ্ঠা ৫৭-৫৯।
পত্রিকা:
আনন্দসঙ্গীত (ফাল্গুন ১৩২০ বঙ্গাব্দ)। ইন্দিরাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।১
তত্ত্ববোধিনী (শ্রাবণ ১৩১৯ বঙ্গাব্দ)। ‘আনন্দরূপ’ নামক প্রবন্ধে গানটি গৃহীত হয়েছিল। পৃষ্ঠা ৭৮। [নমুনা]
রেকর্ডসূত্র: রেকর্ডসূত্র পাওয়া যায় নি।
প্রকাশের
কালানুক্রম:
গানটি প্রথম প্রকাশিত হয়েছিল
তত্ত্ববোধিনী পত্রিকার 'শ্রাবণ ১৩১৯ বঙ্গাব্দ' সংখ্যায়।
এরপর
১১ই মাঘ ১৩২০
বঙ্গাব্দ (শনি,
জানুয়ারি,
১৯১৪
খ্রিষ্টাব্দ)
তারিখে
আদি ব্রাহ্মসমাজের চতুরশীতিতম সাংবৎসরিক
ব্রহ্মোৎসবের
সান্ধ্যকালীন অধিবেশনে এই গানটি গীত হয়েছিল।
এরপর যে সকল গ্রন্থে গানটি
অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
আনন্দসঙ্গীত (ফাল্গুন
১৩২০),
প্রবাসী
(চৈত্র ১৩২০ বঙ্গাব্দ), গীতিমাল্য
প্রথম সংস্করণ (১৩২১)
কাব্যগ্রন্থ নবম খণ্ড
(১৩২৩),
গীতলেখা
তৃতীয় ভাগ (১৩২৭) ও
গীতি-চর্চ্চা
(১৩৩২)।
এ সকল
গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান -এর
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ
- গানটি প্রথম অন্তর্ভুক্ত
হয়েছিল। এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ
মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের উপবিভাগ:
প্রার্থনা
হিসেবে।
১৩৭১ বঙ্গাব্দের
আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের ১০৯
সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। অখণ্ড গীতাবিতানের তৃতীয়
সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [নমুনা]
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর। [গীতলেখা তৃতীয় ভাগ থেকে স্বরবিতান-৪১-এ গৃহীত
হয়েছে।]
[দিনেন্দ্রনাথ
ঠাকুর -কৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান একচত্বারিংশ (৪১)-এ গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা'-এ নিবদ্ধ।
রাগ: খাম্বাজ। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৪১।
রাগ:
খাম্বাজ।
তাল:
দাদরা। [রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ
রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১, পৃষ্ঠা: ১১৪]
[খাম্বাজ
রাগে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[দাদরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: না।
লয়: ঈষৎ দ্রুত।