৫১ বৎসর অতিক্রান্ত বয়স

২৫ বৈশাখ ১৩১৯ বঙ্গাব্দ থেকে ২৪ বৈশাখ ১৩২০ বঙ্গাব্দ পর্যন্ত (৭ মে ১৯১২- ৬ মে ১৯১৩ খ্রিষ্টাব্দ)


১৩১৯ বঙ্গাব্দের ১৪ জ্যৈষ্ঠ [২৭ মে ১৯১২ খ্রিষ্টাব্দ]  রবীন্দ্রনাথ বোম্বাই থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেন। জাহাজের নাম ছিল 'City of Glassgow'। এটি ছিল সে সময়ের বিখ্যাত The Ellarman Lines Ltd/City Lines/Gorg Smith & Sons কোম্পানির জাহাজ। জাহাজটি লোহিত সাগরে অবস্থানকালে তিনি ১টি গান রচনা করেন। গানটি হলো
          ২১ জ্যৈষ্ঠ [৩ জুন ১৯১২ খ্রিষ্টাব্দ]
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে [পূজা-১০৯] [তথ্য]

৩০-৩২ জ্যৈষ্ঠে [১২-১৪ জুন] তারিখের ভিতরে রবীন্দ্রনাথ ফ্রান্সের মার্সাই বন্দরে অবতরণ করেন। প্যারিস ঘুরে তিনি লণ্ডনে পৌঁছান ২ আষাঢ় [রবিবার ১৬ জুন]। হ্যামস্টেডের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি একটি গান রচনা করেন। গানটি হলো
          ১১ আষাঢ় [মঙ্গলবার ২৫ জুন]। সুন্দর বটে তব অঙ্গদখানি