বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
গানের
ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি
পাঠ ও পাঠভেদ:
গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি
তখন তারে চিনি আমি, তখন তারে জানি।
তখন তারি আলোর ভাষায় আকাশ ভরে ভালোবাসায়,
তখন তারি ধুলায় ধুলায় জাগে পরম বাণী॥
তখন সে যে বাহির ছেড়ে অন্তরে মোর আসে,
তখন আমার হৃদয় কাঁপে তারি ঘাসে ঘাসে।
রূপের রেখা রসের ধারায় আপন সীমা কোথায় হারায়,
তখন দেখি আমার সাথে সবার কানাকানি॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: পলাতকা-র পাণ্ডুলিপি'র সাথে [Ms 112] ১৮টি গান পাওয়া যায়। উক্ত পাণ্ডুলিপির ৯৮ পৃষ্ঠায় এই গানটি রয়েছে। এর সাথে স্থান ও রচনাকালের উল্লেখ নেই। প্রশান্তকুমার পাল তাঁর রবিজীবনী সপ্তম খণ্ডে (আনন্দ পাবলিশার্স, জুন ২০০৭, পৃষ্ঠা ৩৭১)− এই গানটিসহ আরও ১৫টি গানের রচনাকাল ১৩২৫ বঙ্গাব্দের ২৪ অগ্রহায়ণের পূর্বে (১৭ অগ্রহায়ণের পরে) রচিত বলে- অনুমান করেছেন। প্রশান্তকুমার পাল এই অনুমান করেছেন রানু (রানু অধিকারী)-কে লেখা একটি চিঠির সূত্রে। উল্লেখ্য, ২৪ই অগ্রহায়ণে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে রাণুকে লিখেছেলেন-
'২৪
অগ্রহায়ণ-এ রাণু-কে লিখিত চিঠি থেকে জানা যায়- '...এ দিকে রোজ আমার একটা
করে নতুন গান বেড়েই চলেছে। ...প্রায় পনেরোটা গান শেষ হয়ে গেল।
[চিঠিপত্র ১৮,
বিশ্বভারতী, মাঘ ১৪২০, পৃষ্ঠা ১১৩]।
এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল ৫৭ বৎসর
৭ মাস।
[দেখুন:
৫৭ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ৫৭৭-৫৭৮ [নমুনা: ৫৭৭, ৫৭৮ ]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ)। পর্যায়: পূজা ২৬। উপবিভাগ: গান ২৬। পৃষ্ঠা: ১১-১২ [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পর্যায়: পূজা ২৬। উপবিভাগ: গান ২৬। পৃষ্ঠা: ১৫-১৬ [১৫, ১৬]
গীতিচর্চ্চা । গান সংখ্যা: ১৮৮।(বিশ্বভারতী, পৌষ ১৩৩২ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ১৪৬-১৪৭ [নমুনা: ১৪৬-১৪৭]
গীতিবীথিকা (বৈশাখ ১৩২৬ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুরকৃত স্বরলিপিসহ মুদ্রিত হয়েছিল।
প্রবাহিনী (অগ্রহায়ণ ১৩৩২ বঙ্গাব্দ)। গীতগান ৯। পৃষ্ঠা: ৯-১০। [নমুনা: প্রথমাংশ] [শেষাংশ]
স্বরবিতান চতুস্ত্রিংশ
(৩৪,
গীতিবীথিকা
)
খণ্ডের (আষাঢ় ১৪১৩) ১৩ সংখ্যক গান।
পৃষ্ঠা ৪৪-৪৬।
[নমুনা]
প্রকাশের
কালানুক্রম:
১৩২৬ বঙ্গাব্দের বৈশাখ মাসে প্রকাশিত 'গীতিবীথিকা' গ্রন্থে
দিনেন্দ্রনাথ ঠাকুরকৃত স্বরলিপিসহ মুদ্রিত হয়েছিল।
১৩৩২ বঙ্গাব্দের অগ্রহায়ণ
মাসে প্রকাশিত 'প্রবাহিনী' গ্রন্থে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। এই বছরের পৌষ
মাসে প্রাকশিত 'গীতি-চর্চ্চা' গ্রন্থে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল।
১৩৩৮ বঙ্গাব্দে গীতবিতানের
দ্বিতীয় খণ্ডের প্রথম সংস্করণে গানটি অন্তর্ভুক্ত
হয়। এরপর ১৩৪৮ বঙ্গাব্দে গানটি গীতবিতানের প্রথম খণ্ডের দ্বিতীয়
সংস্করণে অন্তর্ভুক্ত হয়। ১৩৮০ বঙ্গাব্দে গীতবিতানের অখণ্ড সংস্করণে গানটি
পূজা পর্যায়ের ২৬ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলি:
রাগ ও তাল:
স্বরবিতান চতুস্ত্রিংশ
খণ্ডে (আষাঢ়
১৪১৩) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ
নেই।
উক্ত
স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে
দাদরা
তালে
নিবদ্ধ।
[দাদরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ:
খাম্বাজ-
দাদরা
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর
চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।]
পৃষ্ঠা: ৪৯।
[খাম্বাজ রাগে
নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
লয়: মধ্য।