ইন্দিরাদেবী চৌধুরাণী-কৃত রবীন্দ্রসঙ্গতের স্বরলিপি তালিকা
ইন্দিরাদেবী চৌধুরাণীর জীবনী

  1. অজ্ঞানে করো হে ক্ষমা তাত, ধরি চরণে [তথ্য]
  2. আমার যা আছে আমি সকলই [পূজা-১৮১] [তথ্য]
  3. আমিই শুধু রইনু বাকি [বিচিত্র ১৩৫] [তথ্য]
  4. ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু [পূজা-১৫৭] [তথ্য]
  5. গানের সুরের আসন-খানি পাতি পথের ধারে [পূজা-২৪] [তথ্য]
  6. তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। [পূজা-৬] [তথ্য
  7. তোমায় আমায় মিলন হবে ব'লে [পূজা-৩৪] [তথ্য]
  8. তোমায় নতুন করে পাব ব'লে। [পূজা-৪৫] [তথ্য]
  9. তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে। [পূজা-৭৩] [তথ্য]
  10. তোমারি নাম বলব নানা ছলে [পূজা-১০৫] [তথ্য]
  11. দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই [পূজা-২৩২] [তথ্য]
  12. নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা [পূজা-১৭৬] [তথ্য]
  13. প্রভু, তোমার বীণা যেমনি বাজে। [পূজা-৩৫] [তথ্য]
  14. বজাও রে মোহন বাঁশি[ভানুসিংহঠাকুরের পদাবলী-১০ [তথ্য]
  15. মোর হৃদয়ের গোপন বিজন ঘরে [পূজা-৩৯] [তথ্য]
  16. শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়। [পূজা-৩৭] [তথ্য]
  17. সকাল-সাঁজে ধায় যে ওরা নানা কাজে [পূজা-১৪৩] [তথ্য]