বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই
পাঠ ও পাঠভেদ:
দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই, কেন গো একেলা ফেলে রাখ ?
ডেকে নিলে ছিল যারা কাছে, তুমি তবে কাছে কাছে থাকো ॥
প্রাণ কারো সাড়া নাহি পায়,  রবি শশী দেখা নাহি যায়,
এ পথে চলে যে অসহায়- তারে তুমি ডাকো, প্রভু, ডাকো ॥
সংসারের আলো নিভাইলে, বিষাদের আঁধার ঘনায়-
দেখাও তোমার বাতায়নে চির-আলো জ্বলিছে কোথায়।
শুষ্ক নির্ঝরের ধারে রই,  পিপাসিত প্রাণ কাঁদে ওই-
অসীম প্রেমের উৎস কই,  আমারে তৃষিত রেখো নাকো ॥
কে আমার আত্মীয় স্বজন- আজ আসে, কাল চলে যায়।
চরাচর ঘুরিছে কেবল- জগতের বিশ্রাম কোথায়।
সবাই আপনা নিয়ে রয়  কে কাহারে দিবে গো আশ্রয়-
সংসারের নিরাশ্রয় জনে তোমার স্নেহেতে, নাথ, ঢাকো ॥