বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: আমার যা আছে আমি সকল দিতে পারি নি তোমারে নাথ
পাঠ ও পাঠভেদ:
      আমার যা আছে আমি সকল দিতে পারি নি তোমারে নাথ—
             আমার লাজ ভয়, আমার মান অপমান, সুখ দুখ ভাবনা ॥
     মাঝে রয়েছে আবরণ কত শত, কতোমতো—
     তাই কেঁদে ফিরি, তাই তোমারে না পাই,
     মনে থেকে যায় তাই হে মনের বেদনা ॥
 
    যাহা রেখেছি তাহে কী সুখ—
    তাহে কেঁদে মরি, তাহে ভেবে মরি।
      তাই দিয়ে যদি তোমারে পাই কেন তা দিতে পারি না?
      আমার জগতের সব তোমারে দেব, দিয়ে তোমায় নেব— বাসনা ॥