বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু
পাঠ ও পাঠভেদ:
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু,
পথে যদি পিছিয়ে পড়ি কভু॥
এই-যে হিয়া থরোথরো কাঁপে আজি এমনতরো
এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু॥
এই দীনতা ক্ষমা করো প্রভু,
পিছন-পানে তাকাই যদি কভু।
দিনের তাপে রৌদ্রজ্বালায় শুকায় মালা পূজার থালায়,
সেই ম্লানতা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু॥
পাণ্ডুলিপির পাঠ: [ RBVBMS 229] [নমুনা]
কাব্যগ্রন্থ নবম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ। গীতালি ৫৯। পৃষ্ঠা ৪৮৪] [নমুনা]
গীতলেখা তৃতীয় ভাগ (১৩২৭ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান ত্রয়শ্চত্বারিংশ (৪৩) খণ্ডের ১১ সংখ্যক গান। পৃষ্ঠা ৩২-৩৪। [নমুনা]
পত্রিকা:
আনন্দসঙ্গীত (আশ্বিন-কার্তিক ১৩২৩ বঙ্গাব্দ)। ইন্দিরাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
রেকর্ডসূ্ত্র
: পাওয়া যায় নি।প্রকাশের কালানুক্রম: গানটি প্রথম প্রকাশিত হয় গীতালি
স্বরবিতান ত্রয়শ্চত্বারিংশ (৪৩) খণ্ডে গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।
রাগ : ইমনকল্যাণ। তাল : দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৮]
গ্রহস্বর-সা।
লয়-মধ্য।