সঞ্চয়িতা

এটি রবীন্দ্রনাথের সম্পাদিত, স্বরচিত কবিতা ও গানের সঙ্কলন। ১৩৩৮ বঙ্গাব্দের পৌষ মাসে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থে অন্তর্ভুক্ত গানের তালিকা নিচে দেওয়া হলো। 
  1. আগুনের পরশ মণি ছোঁয়াও প্রাণ [পূজা-২১২] [তথ্য] [নমুনা]
  2. আজি যে রজনী যায় [প্রেম-২৪৭] [তথ্য] [নমুনা]
  3. আমার সকল কাঁটা ধন্য করে [পূজা-২৯৩] [তথ্য] [নমুনা]
  4. এ দিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার [পূজা-৩১০] [তথ্য] [নমুনা]
  5. ওগো পথের সাথি, নমি বারম্বার [পূজা-৫৬৫] [তথ্য]
  6. [নমুনা]
  7. ওদের কথায় ধাঁদা লাগে [পূজা-২৯০][শিরোনাম: গানের টান] [তথ্য] [নমুনা]
  8. কেন তোমরা আমায় ডাকো আমার মন না মানে [শিরোনাম: গানের টান] [পূজা-১৮] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
  9. ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু [পূজা-১৫৭] [তথ্য]  [নমুনা]
  10. জীবনে যত পূজা হল না সারা [পূজা-২৯৬] [তথ্য]  [নমুনা]
  11. তার অন্ত নাই গো যে আনন্দে গড়া [পূজা-৩১২] [তথ্য [নমুনা]
  12. তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে [শিরোনাম: সুরের আগুন] [পূজা-৬] [তথ্য] [নমুনা]
  13. তোমার আনন্দ ওই এল দ্বারে [পূজা-৩১৩, আনুষ্ঠানিক ২১] [তথ্য] [নমুনা]
  14. তোমার মোহন রূপে [প্রকৃতি-১৫২] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
  15. দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে [শিরোনাম: গানের পারে] [পূজা-১৯] [তথ্য]  [নমুনা]
  16. পান্থ তুমি,পান্থজনের সখা হে [পূজা-৫৬৪] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
  17. বিপদে মোরে রক্ষা করো এ নহে মোরপ্রার্থনা [পূজা-২২৭] [তথ্য]  [নমুনা]
  18. ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময় [পূজা-৩৭৩] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
  19. মোর মরণে তোমার হবে জয় [পূজা-২০৭] [তথ্য]  [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
  20. রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান [শিরোনাম: উপহার ] [পূজা-২০] [তথ্য] [নমুনা]
  21. শরত-আলোর কমলবনে [প্রকৃতি-১৫১] [তথ্য] [নমুনা]
  22. শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি [প্রকৃতি-১৫৩] তথ্য] [নমুনা]
  23. সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর [শিরোনাম: সীমায় প্রকাশ] [পূজা : ৬৫] [তথ্য]  [নমুনা]
  24. হে মোর দেবতা, ভরিয়া এ 'দেহ প্রাণ শিরোনাম: প্রতিসৃষ্টি। [পূজা : ৮৫] [তথ্য]  [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]