॥শরত-আলোর কমলবনে
বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
প্রথম সংস্করণ [বিশ্বভারতী। কার্তিক ১৩২১ বঙ্গাব্দ। ১৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৯] [নমুনা]
শেফালি (১৩২৬ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
Anthology of One Hundred Songs (1961)
সঞ্চয়িতা [বিশ্বভারতী, পৌষ ১৩৩৮, গীতালি। শিরোনাম: শরণ্ময়ী, পৃষ্ঠা: ৪৮৮] [নমুনা]
স্বরবিতান পঞ্চাশত্তম (৫০, শেফালি) খণ্ডের (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩), গান সংখ্যা: ৩, পৃষ্ঠা ১৭-১৮।
পত্রিকা:
আনন্দ সঙ্গীত পত্রিকা (মাঘ-ফাল্গুন ১৩২৩ বঙ্গাব্দ)।
প্রবাসী, শরতের গান (কার্তিক ১৩২১ বঙ্গাব্দ)।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম: ১৩২৯
বঙ্গাব্দের ভাদ্র মাসে আনুষ্ঠিত শারদোৎসব
নাটকে গানটি সংযোজিত হয়।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর। [স্বরবিতান পঞ্চাশত্তম (৫০, শেফালি) খণ্ডে (ভাদ্র ১৩২৬ বঙ্গাব্দ)]
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চাশত্তম খণ্ডে (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।২।৩ মাত্রা ছন্দে 'রূপকড়া' তালে নিবদ্ধ।
রাগ : কালাংড়া। তাল : রুপকড়া। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৭৮।
রাগ: কালাংড়া, ভৈরবী। তাল: রুপকড়া। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৫।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: মগা।
লয়: মধ্য।