বিষয়: 
		রবীন্দ্রসঙ্গীত
		শিরোনাম: 
		
আমার মুখের কথা 
তোমার  নাম দিয়ে দাও ধুয়ে
 
		পাঠ ও পাঠভেদ:
		
		
			- 
			গীতবিতান (বিশ্বভারতী, 
			কার্তিক ১৪১২)-এর 
			পাঠ: 
			পূজা:
			
			১০৮
	
আমার মুখের কথা 
তোমার   নাম দিয়ে দাও ধুয়ে,
আমার নীরবতায় 
তোমার   নামটি রাখো থুয়ে।
রক্তধারার ছন্দে 
আমার   দেহবীণার তার
বাজাক আনন্দে 
তোমার  নামেরই ঝঙ্কার।
ঘুমের ’পরে জেগে 
থাকুক  নামের তারা তব,
জাগরণের ভালে 
আঁকুক  অরুণলেখা নব।
সব আকাঙ্ক্ষা 
আশায় তোমার  নামটি জ্বলুক শিখা,
সকল ভালোবাসায় 
তোমার  নামটি রহুক লিখা।
সকল কাজের শেষে 
তোমার নামটি উঠুক ফ’লে,
রাখব কেঁদে হেসে 
তোমার  নামটি বুকে কোলে।
জীবনপদ্মে 
সঙ্গোপনে  রবে নামের মধু,
তোমায় দিব 
মরণ-ক্ষণে  তোমারি নাম বঁধু॥
	
			RBVBMS 
	229] 
	
	
		২রা কার্তিক/ ১৩২০/শান্তিনিকেতন। [নমুনা]
	
	
	
	
	তথ্যানুসন্ধান
		
		RBVBMS 229 
		
		পাণ্ডুলিপিতে রচনাকাল ও স্থান উল্লেখ আছে '
		২রা কার্তিক/ ১৩২০/শান্তিনিকেতন। 
		 বিলাত থেকে প্রত্যাবর্তনের পতর রবীন্দ্রনাথ যে পাঁচটি 
		গান রচনা করেছিলেন। এই গানটি ছিল এই গানগুলোর একটি। এই সময় 
		রবীন্দ্রনাথের 
		বয়স ছিল ৫২ বৎসর ৬ মাস। 
    
		  
		
 [রবীন্দ্রনাথের 
		৫২ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
		
		
		
		খ. প্রকাশ ও 
		গ্রন্থভুক্তি
		
			-  
			গ্রন্থ:  
 
				-  				
				
				কাব্য-গ্রন্থ 
- 
				
				গীতবিতান
					-  
					
					দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮], 
					পৃষ্ঠা ৪৩০। 
					[নমুনা]
-  
					
					প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ  [বিশ্বভারতী,
					মাঘ 
					১৩৪৮], পর্যায়:
					
					পূজা, 
					উপবিভাগ: প্রার্থনা ১৭, পৃষ্ঠা: 
					৪৬। [নমুনা]
-  
					অখণ্ড, তৃতীয় সংস্করণ 
					[বিশ্বভারতী,
					
					পৌষ ১৩৮০], 
					পর্যায়:
					
					
					পূজা১০৮, উপবিভাগ:
					
					প্রার্থনা ১৭, পৃষ্ঠা: ৪৯-৫০
 
-  গীতলেখা
				[দ্বিতীয় ভাগ ১৩২৫ বঙ্গাব্দ]। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত 
হয়েছিল।
- 
	 
	 গীতিচর্চ্চা
	 [বিশ্বভারতী, পৌষ ১৩৩২], গান সংখ্যা ১৯৬,  
		পৃষ্ঠা: 
				১৫৬-৫৭।    [নমুনা: 
	প্রথমাংশ,
	শেষাংশ]
 
				- 
				
				গীতিমাল্য
					- 
					
					
					প্রথম সংস্করণ, [ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১], গান সংখ্যা ৪৪, পৃষ্ঠা ৬১-৬২।
	[নমুনা:
					প্রথমাংশ,
					শেষাংশ]
- রবীন্দ্ররচনাবলীলী একাদশ খণ্ড [বিশ্বভারতী, আষাঢ় 
					১৩৪৯], গান সংখ্যা ৪৪, পৃষ্ঠা ১৬৭-৬৮।
 
-  
				
				বৈতালিক [চৈত্র ১৩২৫ বঙ্গাব্দ]। 
দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।১
-   
				
				স্বরবিতান চত্বারিংশ খণ্ড  (৪০) 
				(বিশ্বভারতী, 
				বৈশাখ ১৪১৩) খণ্ডের 
				৩ সংখ্যক গান,
				পৃষ্ঠা 
				১০-১৩।
				
 
-  পত্রিকা: 
			
 
-  
			রবীন্দ্রনাথ-কৃত অনুবাদ:   
			
Lover Gigt and crossing [Newyork The Macmilllan Company 1918], 
			crossing 55, page 134
			
			Let thy love play upon my 
			voice and rest on my silence.
			Let it pass through my heart into all my movements.
			Let thy love like stars shine in the darkness of my sleep and dawn 
			in my awakening.
			Let it burn in the flame of my desires
			And flow in all currents of my own love.
			Let me carry thy love in my life as a harp does its music, and give 
			it back to thee at last with my life.”  
		 
 
			
		 	পরিবেশনা: ১৩২০ বঙ্গাব্দের ১১ই মাঘ  [শনি, জানুয়ারি, ১৯১৪ খ্রিষ্টাব্দ] 
			 আদি ব্রাহ্মসমাজের চতুরশীতিতম 
			সাংবৎসরিক ব্রহ্মোৎসবের প্রাতঃকালীন অধিবেশন অনুষ্ঠিত হয়- আদি 
			ব্রাহ্মসমাজ মন্দিরে। উক্ত অনুষ্ঠানে এই গানটি গীত হয়েছিল।
			 
			
			
			প্রকাশের কালানুক্রম:  ১১ই মাঘ ১৩২০ বঙ্গাব্দ (শনি, জানুয়ারি, ১৯১৪ খ্রিষ্টাব্দ) তারিখে আদি ব্রাহ্মসমাজের চতুরশীতিতম সাংবৎসরিক ব্রহ্মোৎসবের প্রাতঃকালীন অধিবেশন অনুষ্ঠিত হয়- আদি ব্রাহ্মসমাজ মন্দিরে। উক্ত অনুষ্ঠানে এই গানটি গীত হয়েছিল।
গানটি প্রথম প্রকাশিত হয়েছিল তত্ত্ববোধিনী  পত্রিকার 'ফাল্গুন ১৩২০' সংখ্যায়)
এরপর যে সকল গ্রন্থাদিতে গানটি অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো- প্রবাসী  পত্রিকা (চৈত্র ১৩২০)
আনন্দসঙ্গীত  পত্রিকা (১৩২১), গীতিমাল্য প্রথম সংস্করণ (১৩২১, কাব্যগ্রন্থ নবম খণ্ড (১৩২৩), গীতলেখা দ্বিতীয় ভাগ (১৩২৫), বৈতালিক (১৩২৫) ও গীতি-চর্চ্চা (১৩৩২)।
এ সকল গ্রন্থাদির পরে, ১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত গীতবিতান -এর দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ -  গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এর প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা, পর্যায়ের উপবিভাগ: প্রার্থনা হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের ১০৮ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে। 
 
			
		
		
		 গ.
		সঙ্গীতবিষয়ক তথ্যাবলি: