বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		শিরোনাম: 
ওগো    কাঙাল, আমারে কাঙাল 
করেছ
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
প্রেম (উপ-বিভাগ 
: প্রেম 
বৈচিত্র্য-৮) পর্যায়ের 
৩৫ সংখ্যক গান।
	
ওগো    কাঙাল, আমারে কাঙাল 
করেছ, আরো কী তোমার চাই।
ওগো    ভিখারি আমার 
ভিখারি, চলেছ কী কাতর গান গাই॥
    প্রতিদিন প্রাতে নব নব 
ধনে তুষিব তোমারে সাধ ছিল মনে-
            
ভিখারি আমার ভিখারি,
হায়    পলকে সকলই সঁপেছি 
চরণে, আর তো কিছুই নাই॥
আমি    আমার বুকের আঁচল 
ঘেরিয়া তোমারে পরানু বাস।
আমি    আমার ভুবন শূন্য 
করেছি তোমার পুরাতে আশ।
হেরো    মম প্রাণ মন যৌবন 
নব  করপুটতলে পড়ে আছে তব-
        
ভিখারি আমার ভিখারি,
হায়    আরো যদি চাও মোরে 
কিছু দাও, ফিরে আমি দিব তাই॥ 
	
	- 
	
	পাণ্ডুলিপির 
	পাঠ:
	পাওয়া যায়নি।
- 
	
	পাঠভেদ: 
পাঠভেদ আছে।
 হেরো মম প্রাণ মম যৌবন নব        
: 
		বীণাবাদিনী
		
 
 (জ্যৈষ্ঠ ১৩০৫ বঙ্গাব্দ)
 মম প্রাণ মম যৌবন নব        : গান (১৯০৯ 
খ্রিষ্টাব্দ)
 : গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
- 
	তথ্যানুসন্ধান
 
	- 
	ক. রচনাকাল ও স্থান: ১৩০৪ 
বঙ্গাব্দের আশ্বিন মাসের শুরুতে রবীন্দ্রনাথ শিলাইদহে যান। তারপর পাবনার ইছামতী, 
যমুনা বরাল, বলেশ্বরী নদী ধরে সাজাদপুরের উদ্দেশ্যে পৌঁছান ৮ তারিখে। ৯ 
আশ্বিন সাজাদপুর থেকে পতিসরের দিকে যাত্রা করেন এবং পতিসরে ১০ আশ্বিনে পৌঁছান।
১২ আশ্বিন [সোমবার ২৭ সেপ্টেম্বর ১৮৯৭ খ্রিষ্টাব্দ]-এ 
তিনি পতিসরে এই গানটি রচনা করেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৬ বৎসর ৫ মাস।
 
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	- গ্রন্থ
- পত্রিকা:
	- 
	বীণাবাদিনী
	
	(জ্যৈষ্ঠ ১৩০৫ বঙ্গাব্দ)।
	
	স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল,
	
	তবে স্বরলিপিকারের নাম অনুল্লিখিত ছিল।
- উৎসাহ পত্রিকা 
	
	(জ্যৈষ্ঠ ১৩০৫ বঙ্গাব্দ)। 
'গান' ভিখারি।[নমুনা]
 
 
- গ.
	সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
	- স্বরলিপি:
- 
	স্বরলিপিকার: 
	ইন্দিরাদেবী চৌধুরানী
- সুর ও তাল:
	
	- 
	রাগ : ভৈরবী। তাল : একতাল।
	
	স্বরবিতান পঞ্চত্রিংশ(৩৫) খণ্ডের (ফাল্গুন ১৪১৩)।
 
- 
রাগ : ভৈরবী [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। 
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৪]
 
- রাগ: 
	ভৈরবী। তাল: একতাল
	[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
				প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪১]
- 
	রাগ: ভৈরবী। 
	তাল: একতাল, ঢালা 
				[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। 
				পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৫।]
				
 গ্রহস্বর : সা।
 লয় : মধ্য।