বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ওগো কাঙাল, আমারে কাঙাল
করেছ
পাঠ ও পাঠভেদ:
ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ, আরো কী তোমার চাই।
ওগো ভিখারি আমার ভিখারি, চলেছ কী কাতর গান গাই॥
প্রতিদিন প্রাতে নব নব ধনে তুষিব তোমারে সাধ ছিল মনে-
ভিখারি আমার ভিখারি,
হায় পলকে সকলই সঁপেছি চরণে, আর তো কিছুই নাই॥
আমি আমার বুকের আঁচল ঘেরিয়া তোমারে পরানু বাস।
আমি আমার ভুবন শূন্য করেছি তোমার পুরাতে আশ।
হেরো মম প্রাণ মন যৌবন নব করপুটতলে পড়ে আছে তব-
ভিখারি আমার ভিখারি,
হায় আরো যদি চাও মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
পাঠভেদ আছে।
হেরো মম প্রাণ মম যৌবন নব
:
বীণাবাদিনী
(জ্যৈষ্ঠ ১৩০৫ বঙ্গাব্দ)
মম প্রাণ মম যৌবন নব : গান (১৯০৯
খ্রিষ্টাব্দ)
: গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩০৪ বঙ্গাব্দের আশ্বিন মাসের শুরুতে রবীন্দ্রনাথ শিলাইদহে যান। তারপর পাবনার ইছামতী, যমুনা বরাল, বলেশ্বরী নদী ধরে সাজাদপুরের উদ্দেশ্যে পৌঁছান ৮ তারিখে। ৯ আশ্বিন সাজাদপুর থেকে পতিসরের দিকে যাত্রা করেন এবং পতিসরে ১০ আশ্বিনে পৌঁছান। ১২ আশ্বিন [সোমবার ২৭ সেপ্টেম্বর ১৮৯৭ খ্রিষ্টাব্দ]-এ তিনি পতিসরে এই গানটি রচনা করেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৬ বৎসর ৫ মাস।
কল্পনা (বৈশাখ ১৩০৭)। ভিখারি। ভৈরবী। একতাল। [রবীন্দ্ররচনাবলী সপ্তম খণ্ড। বিশ্বভারতী। শ্রাবণ ১৩৯৩। পৃষ্ঠা : ১৫৮
কাব্যগ্রন্থ (১৩১০)
গান (১৯০৯ খ্রিষ্টাব্দ)।
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৭ বঙ্গাব্দে প্রকাশিত 'কল্পনা' নামক কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৮৬-১৮৭] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
রাগ : ভৈরবী। তাল : একতাল। স্বরবিতান পঞ্চত্রিংশ (৩৫) খণ্ডের (ফাল্গুন ১৪১৩)।
রাগ : ভৈরবী [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৪]
রাগ: ভৈরবী। তাল: একতাল, ঢালা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৫।]