বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: অলকে কুসুম না দিয়ো, শুধু  শিথিল কবরী বাঁধিয়ো।

পাঠ ও পাঠভেদ:

অলকে কুসুম না দিয়ো,     শুধু  শিথিল কবরী বাঁধিয়ো।

কাজলবিহীন সজল নয়নে হৃদয়দুয়ারে ঘা দিয়ো

আকুল আঁচলে পথিকচরণে মরণের ফাঁদ ফাঁদিয়ো

না করিয়া বাদ মনে যাহা সাধ, নিদয়া, নীরবে সাধিয়ো

এসো এসো বিনা ভূষণেই, দোষ নেই তাহে দোষ নেই।

যে আসে আসুক ওই তব রূপ অযতন-ছাঁদে ছাঁদিয়ো।

শুধু হাসিখানি আঁখিকোণে হানি উতলা হৃদয় ধাঁদিয়ো