বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
অলকে কুসুম না দিয়ো,
শুধু শিথিল কবরী বাঁধিয়ো।
পাঠ ও পাঠভেদ:
অলকে কুসুম না দিয়ো, শুধু শিথিল কবরী বাঁধিয়ো।
কাজলবিহীন সজল নয়নে হৃদয়দুয়ারে ঘা দিয়ো॥
আকুল আঁচলে পথিকচরণে মরণের ফাঁদ ফাঁদিয়ো—
না করিয়া বাদ মনে যাহা সাধ, নিদয়া, নীরবে সাধিয়ো॥
এসো এসো বিনা ভূষণেই, দোষ নেই তাহে দোষ নেই।
যে আসে আসুক ওই তব রূপ অযতন-ছাঁদে ছাঁদিয়ো।
শুধু হাসিখানি আঁখিকোণে হানি উতলা হৃদয় ধাঁদিয়ো
Ms. 111।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
ভারতী পত্রিকার
জ্যৈষ্ঠ ১৩০৭ বঙ্গাব্দের প্রকাশিত হয় চিরকুমার সভা'র চতুর্দশ পরিচ্ছদ-এর
সাথে গানটি প্রকাশিত হয়। ধারণা করা হয়, গানটি রবীন্দ্রনাথ ১৩০৭ বঙ্গাব্দের পৌষ
মাসের দিকে রচনা করেছিলেন। এই বিচারে অনুমান করা যায়, এই গানটি রবীন্দ্রনাথের ৩৯
বৎসর ১ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ। (চিরকুমার সভা, হিতবাদী সংস্করণ গ্রন্থাবলী ১৩১১।
দ্বিতীয় খণ্ড দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম (প্রেম বৈচিত্র্য-৯৯) পর্যায়ের ১২৬ সংখ্যক গান।
চিরকুমার সভা,
চিরকুমার সভা । আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ। পঞ্চম অঙ্ক, চতুর্থ দৃশ্য। অক্ষয়ের গান। পৃষ্ঠা: ২০১-২০২। [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
রবীন্দ্র-গ্রন্থাবলী, রঙ্গচিত্র বিভাগ। হিতবাদী সংস্করণ (১৩১১)।
চিরকুমার সভা (পুনর্লিখিত, ১৩৩২)। দ্বিতীয় দৃশ্য, অক্ষয়-এর গান। [রবীন্দ্ররচনাবলী, ষোড়শ খণ্ড, বিশ্বভারতী। বৈশাখ ১৩৯১)
প্রজাপতির নির্বন্ধ (ফাল্গুন ১৩১৪ বঙ্গাব্দ)। রবীন্দ্র-গ্রন্থাবলীতে পঞ্চদশ পরিচ্ছেদ। [রবীন্দ্ররচনাবলী, চতুর্থ খণ্ড, বিশ্বভারতী, জ্যৈষ্ঠ ১৩৯৩ বঙ্গাব্দ]
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)। বিবিধ ১৩। পৃষ্ঠা: ১০৬। [নমুনা]
স্বরবিতান ত্রয়স্ত্রিংশ (৩৩, কাব্যগীতি) খণ্ডের (অগ্রহায়ণ ১৪১৩) ১৪ সংখ্যক গান।
পত্রিকা:
ভারতী (জ্যৈষ্ঠ
১৩০৮)। চিরকুমার সভা, চতুর্দশ
পরিচ্ছেদ। অক্ষয়ের গান।
পৃষ্ঠা: ১৪২। [নমুনা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান ত্রয়স্ত্রিংশ (৩৩, কাব্যগীতি) খণ্ডে (অগ্রহায়ণ ১৪১৩), গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩।৩।৩ মাত্রা ছন্দে 'একতাল' তালে নিবদ্ধ।
রাগ : রবীন্দ্র ভৈরব। স্থায়ী এবং সঞ্চারী ভৈরব রাগে, অন্তরা এবং আভোগ ভৈরবী রাগে আছে। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা: ৭৫]
গ্রহস্বর: মগা।
লয়: মধ্য।