বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
অলকে কুসুম না দিয়ো,
শুধু শিথিল কবরী বাঁধিয়ো। পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম (প্রেম বৈচিত্র্য-৯৯) পর্যায়ের ১২৬ সংখ্যক গান।
অলকে কুসুম না দিয়ো,
শুধু শিথিল কবরী বাঁধিয়ো
কাজলবিহীন সজল নয়নে হৃদয়দুয়ারে ঘা দিয়ো ॥
আকুল আঁচলে পথিকচরণে মরণের ফাঁদ ফাঁদিয়ো—
না করিয়া বাদ মনে যাহা সাধ, নিদয়া, নীরবে
সাধিয়ো ॥
এসো এসো বিনা ভূষণেই, দোষ নেই তাহে দোষ
নেই।
যে আসে আসুক ওই তব রূপ অযতন-ছাঁদে
ছাঁদিয়ো।
শুধু হাসিখানি আঁখিকোণে হানি উতলা হৃদয়
ধাঁদিয়ো
RBVBMS 111
[
নমুনা]
Ms. 111
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
ভারতী পত্রিকার
জ্যৈষ্ঠ ১৩০৭ বঙ্গাব্দের প্রকাশিত হয় চিরকুমার সভা'র চতুর্দশ পরিচ্ছদ-এর
সাথে গানটি প্রকাশিত হয়। ধারণা করা হয়, গানটি রবীন্দ্রনাথ ১৩০৭ বঙ্গাব্দের পৌষ
মাসের দিকে রচনা করেছিলেন। এই বিচারে অনুমান করা যায়, এই গানটি রবীন্দ্রনাথের ৩৯
বৎসর ১ মাস বয়সের রচনা।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
- গান
- গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
(চিরকুমার সভা, হিতবাদী সংস্করণ গ্রন্থাবলী ১৩১১।
পৃষ্ঠা: ২৫১]
[নমুনা]
- দ্বিতীয় খণ্ড দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)। প্রেম ( প্রেম
বৈচিত্র্য-৯৯) পর্যায়ের
১২৬ সংখ্যক গান।
-
চিরকুমার সভা
।
- রবীন্দ্র-গ্রন্থাবলী, রঙ্গচিত্র বিভাগ। হিতবাদী সংস্করণ (১৩১১)।
- প্রথম সংস্করণ।
আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ। পঞ্চম অঙ্ক, চতুর্থ দৃশ্য। অক্ষয়ের গান। পৃষ্ঠা:
২০১-২০২। [নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- প্রজাপতির নির্বন্ধধ ।
- প্রথম সংস্কতণ।
ফাল্গুন ১৩১৪ বঙ্গাব্দ। রবীন্দ্র-গ্রন্থাবলীতে পঞ্চদশ
পরিচ্ছেদ। চিরকুমার প্রাথমিক রূপ।
[রবীন্দ্ররচনাবলী, চতুর্থ খণ্ড,
বিশ্বভারতী, জ্যৈষ্ঠ ১৩৯৩ বঙ্গাব্দ]
-
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ) ।
বিবিধ ১৩ ।
পৃষ্ঠা: ১০৬। [নমুনা
]
-
স্বরবিতান ত্রয়স্ত্রিংশ
(৩৩, কাব্যগীতি) খণ্ডের
(অগ্রহায়ণ ১৪১৩) ১৪ সংখ্যক গান।
[নমুনা]
-
পত্রিকা:
-
ভারতী (জ্যৈষ্ঠ
১৩০৮)। চিরকুমার সভা, চতুর্দশ
পরিচ্ছেদ। অক্ষয়ের গান।
পৃষ্ঠা: ১৪২। [নমুনা]
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর।
-
সুর
ও তাল:
-
স্বরবিতান ত্রয়স্ত্রিংশ
(৩৩,
কাব্যগীতি) খণ্ডে (অগ্রহায়ণ ১৪১৩),
গৃহীত গানটির স্বরলিপিতে
রাগ-তালের উল্লেখ নেই
।
উক্ত স্বরলিপিটি ৩।৩।৩।৩
মাত্রা ছন্দে 'একতাল'
তালে নিবদ্ধ।
-
রাগ :
রবীন্দ্র ভৈরব । স্থায়ী
এবং সঞ্চারী ভৈরব রাগে, অন্তরা এবং আভোগ ভৈরবী রাগে আছে। [
রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা: ৭৫]
- রাগ:
রামকেলী। তাল: একতাল [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা
। সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি ১৯৯৩) পৃষ্ঠা: ২৪]।
- কীর্তন।
তাল: একতাল।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১,
পৃষ্ঠা:
৪৭
]।
-
গ্রহস্বর: মগা।
-
লয়: মধ্য।