বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: আমার  যাবার সময় হল
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: বিচিত্র 
পর্যায়ের 
১৩৩ সংখ্যক গান।
	
		
			আমার যাবার সময় হল, আমায় কেন রাখিস ধরে।
চোখের জলের বাঁধন দিয়ে  বাঁধিস নে আর মায়াডোরে॥
ফুরিয়েছে জীবনের ছুটি, ফিরিয়ে নে তোর নয়ন দুটি—
নাম ধরে আর ডাকিস নে ভাই,  যেতে হবে ত্বরা করে॥
		
	
	- 
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।  
- 
পাঠভেদ: 
- 
তথ্যানুসন্ধান 
	- 
	ক. রচনাকাল ও স্থান:  
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	
	
	
- 
				গ.
		সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
			- 
			স্বরলিপিকার: 
			
- সুর ও 
			তাল: 
			
				- 
				
				রাগ:
				খট। 
				তাল: একতাল [রবীন্দ্রসংগীত: 
				রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩১]।
 
- 
				রাগ: খট। তাল: একতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, 
				প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা: ৫৮।