বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
আমার
যাবার সময় হল,
আমায় কেন রাখিস ধরে।
চোখের জলের বাঁধন দিয়ে বাঁধিস নে আর মায়াডোরে॥
ফুরিয়েছে জীবনের ছুটি,
ফিরিয়ে নে তোর নয়ন দুটি—
নাম
ধরে আর ডাকিস নে ভাই,
যেতে
হবে ত্বরা করে॥
গান সংখ্যা:
শিরোনাম: আমার যাবার সময় হল
পাঠ ও পাঠভেদ:
পাওয়া যায়নি।
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৪৮ বঙ্গাব্দ)।
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। বিচিত্র পর্যায়ের ১৩৩ সংখ্যক গান।
বউঠাকুরানীর হাট
স্বরবিতান বিংশ (২০) খণ্ডের ১৪ সংখ্যক গান। পৃষ্ঠা : ৫৩-৫৪
পত্রিকা:
ভারতী (ফাল্গুন ১২৮৮)
রাগ: খট। তাল: একতাল [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩১]।
রাগ: খট। তাল: একতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা: ৫৮।]