বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম: ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে।।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে।
খোলা আঁখি-দুটো অন্ধ করে দে আকুল আঁখির নীরে॥
সে ভোলা পথের প্রান্তে রয়েছে হারানো হিয়ার কুঞ্জ,
ঝ’রে প’ড়ে আছে কাঁটা-তরুতলে রক্তকুসুমপুঞ্জ—
সেথা দুই বেলা ভাঙা-গড়া-খেলা অকূলসিন্ধুতীরে॥
অনেক দিনের সঞ্চয় তোর আগুলি আছিস বসে,
ঝড়ের রাতের ফুলের মতন ঝরুক পড়ুক খসে।
আয় রে এবার সব-হারাবার জয়মালা পরো শিরে॥
- পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: পাণ্ডুলিপিতে গানটির রচনাকাল ও স্থানের উল্লেখ
নেই।
ভারতী পত্রিকার ১৩০৭
বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে রবীন্দ্রনাথের রচিত 'চিরকুমার সভা' নামক উপন্যাস
প্রকাশিত হত থাকে। এই গানটি ১৩০৭ বঙ্গাব্দের মাঘ মাসে উপন্যাসের নবম পরিচ্ছেদের সাথে প্রকাশিত হয়েছিল।
সম্ভবত রবীন্দ্রনাথ গানটি ১৩০৭
খ্রিষ্টাব্দের পৌষ মাসে রচনা করেছিলেন। এই বিচারে বলা
যায় যে, গানটি রবীন্দ্রনাথ ৩৯ বৎসর ৮ মাস বয়সের দিকে রচনা করেছিলেন।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
দশম খণ্ড [ ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ)], বিবিধ সঙ্গীত।
পৃষ্ঠা: ৯৫। [নমুনা:
নমুনা]
- গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, ১৩৩৮। ১৩১৪
বঙ্গাব্দে প্রকাশিত গদ্যগ্রন্থাবলীর (মজুমদার
লাইব্রেরি সংস্করণ), অন্তর্ভুক্ত 'প্রজাপতির নির্বন্ধ' থেকে গানটি
গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ২৫৭]
[নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)।
বিচিত্র পর্যায়ের ৬৬ সংখ্যক গান।খ্যক গান।
-
চিরকুমার সভা। আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ। তৃতীয় অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। শ্রীশের গান। পৃষ্ঠা:
১৩৬-১৩৭। [নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- পত্রিকা:
- ভারতী (পৌষ ১৩০৭), চিরকুমার সভা (উপন্যাস)। নবম পরিচ্ছদ। শ্রীশ-এর
গান। পৃষ্ঠা: ৯৩৪-৯৩৫। [নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]