চিরকুমার সভা
রবীন্দ্রনাথ প্রথমে এই নামে একটি উপন্যাস রচনা করেছিলেন। উপন্যাসটি ভারতী পত্রিকার বৈশাখ ১৩০৭ থেকে জ্যৈষ্ঠ ১৩০৮ বঙ্গাব্দ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এই উপন্যাসে ব্যবহৃত গানের তালিকা নিচে দেওয়া হলো।
প্রথম পরিচ্ছদ
১. কী জানি কী ভেবেছ মনে [নাট্যগীতি-৬৫] [তথ্য] [নমুনা]দ্বিতীয় পরিচ্ছদ
২. সখা, শেষ করা কি ভালো। [গীতবিতানে গৃহীত হয় নি]
৩. পাছে চেয়ে বসে আমার মন [নাট্যগীতি-৬৬] [তথ্য] [নমুনা]
৪. বড়ো থাকি কাছাকাছি [নাট্যগীতি-৬৭] [তথ্য] [নমুনা]
৫. ওগো হৃদয়বনের শিকারী [নাট্যগীতি-৭৮] [তথ্য] [নমুনা]
৬. আমি কেবল ফুল জোগাব [নাট্যগীতি-৮১] [তথ্য] [নমুনা]
৭. দেখব কে তোর কাছে আসে [নাট্যগীতি-৬৯] [তথ্য] [নমুনা]তৃতীয় পরিচ্ছদ
৮. তুমি আমার করবে মস্ত লোক [নাট্যগীতি-৭০] [তথ্য] [নমুনা]
৯. অভয় দাও তো বলি [নাট্যগীতি-৬৩] [তথ্য] [নমুনা]
১০. কতকাল রবে বল [নাট্যগীতি-৬৪] [তথ্য] [নমুনা]
১১. চির-পুরানো চাঁদ [নাট্যগীতি-৭১] [তথ্য] [নমুনা]
১২. পোড়া মনে শুধু [নাট্যগীতি-৭৫] [তথ্য] [নমুনা]চতুর্থ পরিচ্ছদ
১৩. যারে মরণ-দশায় ধরে [নাট্যগীতি-৬৮] [তথ্য] [নমুনা]
১৪. সকলই ভুলেছে ভোলা মন [নাট্যগীতি ৭৪] [তথ্য] [নমুনা]
১৫. স্বর্গে তোমায় নিয়ে যাবে উড়িয়ে [নাট্যগীতি-৭২] [তথ্য] [নমুনা]
অষ্টম পরিচ্ছদ
১৬. ওগো দয়াময়ী চোর [নাট্যগীতি-৭৯] [তথ্য] [নমুনা]নবম পরিচ্ছদ
১৭. চলেছে ছুটিয়া পলাতকা হিয়া [নাট্যগীতি-৮০] [তথ্য] [নমুনা]
১৮. মনোমন্দিরসুন্দরী [নাট্যগীতি-৮২] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
১৯. নিশি না পোহাতে জীবনপ্রদীপ জ্বালাইয়া যাও [প্রেম-১২৫] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]দশম পরিচ্ছদ
২০. ওরে সাবধানী পথিক [বিচিত্র ৬৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
২১.তরী আমার হঠাৎ ডুবে যায় [বিচিত্র ৬৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]চতুর্দশ পরিচ্ছদ
২২.বিরহে মরিব ব’লে ছিল মনে পণ [নাট্যগীতি-৭৬] [তথ্য] [নমুনা]
২২. অলকে কুসুম না দিয়ো [প্রেম-১২৬] [তথ্য] [নমুনা]
২৩.কেন সারা দিন ধীরে ধীরে [প্রেম-২৯৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
২৪. ভুলে ভুলে আজ ভুলময় [নাট্যগীতি-৭৩] [তথ্য] [নমুনা]
১৩১১ হিতবাদী সংস্করণ গ্রন্থাবলীর 'রঙ্গ চিত্র' বিভাগে এই উপন্যাসটি গল্প হিসেবে
'চিরকুমার সভা' নামেই স্থান পেয়েছিল। ১৩১৪ বঙ্গাব্দে প্রকাশিত গদ্যাবলী'র অষ্টম খণ্ডে
স্বতন্ত্র পুস্তক হিসেবে প্রকাশের সময়ও
'প্রজাপতির
নির্ব্বন্ধ' নামটি ছিল। এর দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হয়েছিল ১৩২৬ বঙ্গাব্দে।
১৩৩২ বঙ্গাব্দের বৈশাখ মাসে রবীন্দ্রনাথ
এই উপন্যাসটির নাট্যরূপ দেন। এই
নাট্যরূপটির নাম দেওয়া হয়েছিল 'চিরকুমার সভা'। এই নাটকে তিনি কিছু অংশ বাদ দেন এবং
কিছু নতু অংশ যুক্ত করেন। ১৩৩২ বঙ্গাব্দের [১৯২৬] আশ্বিন মাসে গ্রন্থাকারে প্রকাশিত
হয়েছিল ২১৭, কর্ণওয়ালিস স্ট্রিট কলকাতা থেকে। প্রকাশক ছিল 'বিশ্বভারতী গ্রন্থালয়।
এর মূল্য রাখা হয়েছিল ১ টাকা চার আনা।
এই নাটকে গৃহীত গানগুলো হলো-
প্রথম অঙ্ক। প্রথম দৃশ্য
কী জানি কী ভেবেছ মনে [নাট্যগীতি-৬৫]
[তথ্য]
[নমুনা]
[নমুনা]
পাছে চেয়ে বসে আমার মন [নাট্যগীতি-৬৬]
[তথ্য]
[নমুনা]
বড়ো থাকি কাছাকাছি [নাট্যগীতি-৬৭]
[তথ্য]
[নমুনা]
না বলে যায় পাছে সে [প্রেম-১৪৮]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
না,না গো না, কোরো না ভাবনা [প্রেম-১০৩]
[তথ্য]
[নমুনা]
দেখব কে তোর কাছে আসে [নাট্যগীতি-৬৯]
[তথ্য]
[নমুনা]
তুমি আমার করবে মস্ত লোক [নাট্যগীতি-৭০]
[তথ্য]
[নমুনা]
অভয় দাও তো বলি [নাট্যগীতি-৬৩]
[তথ্য]
[নমুনা]
কতকাল রবে বল [নাট্যগীতি-৬৪]
[তথ্য]
[নমুনা]
আমি কেবল ফুল জোগাব [নাট্যগীতি-৮১]
[তথ্য]
[নমুনা]
চির-পুরানো চাঁদ [নাট্যগীতি-৭১]
[তথ্য]
[নমুনা]
পোড়া মনে শুধু [নাট্যগীতি-৭৫]
[তথ্য]
[নমুনা]
যারে মরণ-দশায় ধরে [নাট্যগীতি-৬৮]
[তথ্য]
[নমুনা]
সকলই ভুলেছে ভোলা মন [নাট্যগীতি ৭৪]
[তথ্য]
[নমুনা]
স্বর্গে তোমায় নিয়ে যাবে উড়িয়ে [নাট্যগীতি-৭২]
[তথ্য]
[নমুনা]
কার হাতে যে ধরা দেব [নাট্যগীতি-৭৭, প্রেম ও প্রকৃতি ৫৯]
[তথ্য]
জয়যাত্রায় যাও গো [প্রেম-৭৮]
[তথ্য]
[নমুনা]
দ্বিতীয় অঙ্ক। প্রথম দৃশ্য
ওগো তোরা কে যাবি পারে [বিচিত্র ৭০] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]তৃতীয় অঙ্ক। প্রথম দৃশ্য
যেতে দাও যেতে দাও গেল যারা [প্রকৃতি-৪৮] [তথ্য] [নমুনা]
ওগো দয়াময়ী চোর [নাট্যগীতি-৭৯] [তথ্য] [নমুনা]
চলেছে ছুটিয়া পলাতকা হিয়া [নাট্যগীতি-৮০] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
মনোমন্দিরসুন্দরী [নাট্যগীতি-৮২] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
ও আমার ধ্যানেরই ধন [প্রেম-১৮৫] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
আমার জ্বলে নি আলো অন্ধকারে (জ্বলে নি আলো অন্ধকারে ) প্রেম-২৫৭] তথ্য] [নমুনা]
তৃতীয় অঙ্ক। দ্বিতীয় দৃশ্য
নিশি না পোহাতে জীবনপ্রদীপ জ্বালাইয়া যাও [প্রেম-১২৫] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
ওরে সাবধানী পথিক [বিচিত্র ৬৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
চতুর্থ অঙ্ক। প্রথম দৃশ্য
তরী আমার হঠাৎ ডুবে যায় [বিচিত্র ৬৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]পঞ্চম অঙ্ক। দ্বিতীয় দৃশ্য
বিরহে মরিব ব’লে ছিল মনে পণ [নাট্যগীতি-৭৬] [তথ্য] [নমুনা]
তোমায় চেয়ে আছি বসে পথের ধারে [পূজা-৫৩১] [তথ্য] [নমুনা]পঞ্চম অঙ্ক। দ্বিতীয় দৃশ্য
অলকে কুসুম না দিয়ো [প্রেম-১২৬] [তথ্য] [নমুনা]
কেন সারা দিন ধীরে ধীরে [প্রেম-২৯৬] [তথ্য] [নমুনা]
ভুলে ভুলে আজ ভুলময় [নাট্যগীতি-৭৩] [তথ্য] [নমুনা]
এই বৎসরের প্রবাসী পত্রিকার আশ্বিন সংখ্যায় নাটিকাটি সম্পূর্ণ প্রকাশিত হয়েছিল। উল্লেখ্য এটি 'শেষের রাত্রি' গল্পের নাট্যরূপ।।
এই নাটিকায় যে সকল গান ব্যবহৃত হয়েছে, তার তালিকা নিচে দেওয়া হলো।।।।।।
১. জীবনমরণের সীমানা ছাড়ায়ে। [পূজা-১৩] [তথ্য] [দ্বিতীয় অঙ্ক,হিমির গান]