না, না গো না,
কোরো না ভাবনা-
যদি বা নিশি যায় যাব না যাব না॥
যখনি চলে যাই আসিব ব'লে যাই,
আলোছায়ার পথে করি আনাগোনা॥
দোলাতে দোলে মন মিলনে বিরহে।
বারে বারেই জানি তুমি তো চির হে।
ক্ষণিক আড়ালে বারেক দাঁড়ালে
মরি ভয়ে ভয়ে পাব কি পাব না॥
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: কালমৃগয়ায় এটি অন্ধ ঋষির গান হিসেবে ব্যবহৃত হয়।
স্বরলিপিকার: স্বরবিতান ত্রিংশ (৩০, গীতমালিকা প্রথম খণ্ড) খণ্ডের (চৈত্র ১৪১৪) ১৬২ পৃষ্ঠায় গানটির সুরান্তর হিসেবে দিনেন্দ্রনাথ ঠাকুরের স্বরলিপির অংশবিশেষ মুদ্রিত আছে। এই গ্রন্থের ১৩২-১৩৩ পৃষ্ঠায় মুদ্রিত স্বরলিপিটি অনাদিকুমার দস্তিদার কর্তৃক সম্পাদিত।
সুর ও তাল:
স্বরবিতান ত্রিংশ (৩০, গীতমালিকা প্রথম খণ্ড) খণ্ডে (চৈত্র ১৪১৪) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩। মাত্রা ছন্দে 'দাদরা' তালেনিবদ্ধ।
রাগ : কাফি। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৯]
রাগ: পীলু। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০৭]
গ্রহস্বর: সা
লয়: মধ্য।