বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম: ওগো, তোরা কে যাবি পারে।
পাঠ ও পাঠভেদ:
-
গীতবিতান বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
ওগো,
তোরা
কে যাবি পারে।
আমি
তরী নিয়ে বসে আছি নদীকিনারে॥
ও
পারেতে উপবনে
কত
খেলা কত জনে,
এ
পারেতে ধু ধু মরু বারি বিনা রে॥
এই
বেলা বেলা আছে,
আয় কে
যাবি।
মিছে
কেন কাটে কাল কত কী ভাবি।
সূর্য
পাটে যাবে নেমে,
সুবাতাস যাবে থেমে,
খেয়া
বন্ধ হয়ে যাবে সন্ধ্যা-আধারে॥
-
পাণ্ডুলিপির পাঠ:
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত। পৃষ্ঠা:
১০৩-১০৪। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
গান।
মিশ্র -কাওয়ালি। পৃষ্ঠা: ৪৩৩]
[নমুনা]
- গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ) 'গান' অংশ
থেকে গৃহীত হয়েছে । পৃষ্ঠা: ১১৩]
[নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। গীতবিতানের
বিচিত্র পর্যায়ের ৭০ সংখ্যক গান।
-
চিরকুমার সভা
।
আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ। দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। নেপথ্যে গান। পৃষ্ঠা:
৬২-৬৩।
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
-
স্বরবিতান দ্বাত্রিংশ (৩২) খণ্ডের চতুর্থ গান। পৃষ্ঠা : ১০-১১।
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
সুর ও তাল: