বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: ওগো, তোরা কে যাবি পারে।
পাঠ ও পাঠভেদ:
	- 
		গীতবিতান বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
	
		
ওগো, তোরা  কে যাবি পারে।
আমি 
         তরী নিয়ে বসে আছি নদীকিনারে
      ॥
ও 
      পারেতে উপবনে
কত 
      খেলা কত জনে,
এ 
      পারেতে ধু ধু মরু বারি বিনা রে॥
এই 
      বেলা বেলা আছে,
      
      
      আয় কে 
      যাবি।
মিছে 
      কেন কাটে কাল কত কী ভাবি।
সূর্য 
      পাটে যাবে নেমে,
সুবাতাস যাবে থেমে,
খেয়া 
      বন্ধ হয়ে যাবে সন্ধ্যা-আধারে॥
		
	
- 
	তথ্যানুসন্ধান
	- ক. রচনাকাল ও স্থান:
	
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	
- 
	গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- স্বরলিপিকার: 
	
- সুর ও তাল:
			
	
		
		- রাগ: পিলু-খাম্বাজ। তাল: ত্রিতাল।
		
		 [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
				প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪১]
 
- রাগ: খাম্বাজ। অঙ্গ: কীর্তন। তাল: 
		ত্রিতাল। 
				 [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। 
				পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৫।]