রবীন্দ্রসঙ্গীত-কোষ
স্বরবিতান-৩২  


এখনো তারে চোখে দেখি নি [প্রেম-৩৬৭] [তথ্য] [নমুনা]
ও কেন চুরি করে চায় [প্রেম-৩৯১] [তথ্য] [নমুনা]
ওকি সখা, মুছ আঁখি [প্রেম ও প্রকৃতি ২৪] [তথ্য] [নমুনা]
ওগো, তোরা কে যাবি পারে [বিচিত্র ৭০] [তথ্য]  [নমুনা]
ওহে সুন্দর, মম গৃহে আজি [প্রেম-১৮৭] [তথ্য] [নমুনা]
কখন যে বসন্ত গেল [প্রেম-৩০৪] [তথ্য] [নমুনা]
কেন রে চাস ফিরে ফিরে [নাট্যগীতি-৩৬] [তথ্য] [নমুনা]
কেহ কারো মন বোঝে না [প্রেম-৩৯২] [তথ্য] [নমুনা]
খুলে দে তরণী, খুলে দে তোরা [প্রেম ও প্রকৃতি ১৪] [তথ্য] [নমুনা]
গেল গো- ফিরিল না [প্রেম-৩৯৩] [তথ্য] [নমুনা]
তবে শেষ করে দাও [প্রেম-১৪৯] [তথ্য] [নমুনা]
দাঁড়াও, মাথা খাও [প্রেম ও প্রকৃতি ৪৭] [তথ্য] [নমুনা]
দুজনে দেখা হল [প্রেম ও প্রকৃতি ৩২] [তথ্য] [নমুনা]
ধীরে ধীরে প্রাণে আমার [নাট্যগীতি-২৯] [তথ্য] [নমুনা]
না সজনী, না [পরিশিষ্ট ৩, ৯] [তথ্য] [নমুনা]
পুরানো সেই দিনের কথা [প্রেম ও প্রকৃতি ৩৪] [তথ্য] [নমুনা]
প্রমোদে ঢালিয়া দিনু মন [নাট্যগীতি-৩৭] [তথ্য] [নমুনা]
ফিরায়ো না মুখখানি [প্রেম ও প্রকৃতি ৪৫] [তথ্য] [নমুনা]
বঁধু, মিছে রাগ কোরো না [প্রেম ও প্রকৃতি ৫৮] [তথ্য] [নমুনা]
বলি গো সজনি [প্রেম ও প্রকৃতি ৪০] [তথ্য] [নমুনা]
মা আমার, কেন তোরে ম্লান নেহারি [নাট্যগীতি-৪৫] [তথ্য] [নমুনা]
মা, একবার দাঁড়া গো হেরি [নাট্যগীতি-৪৪] [তথ্য] [নমুনা]
যাহা পাও তাই লও [বিচিত্র-১৩৭] [তথ্য] [নমুনা]
সকলই ফুরাইল। যামিনী পোহাইল [প্রেম ও প্রকৃতি ৩৭] [তথ্য] [নমুনা]
সখা হে, কী দিয়ে আমি [প্রেম ও প্রকৃতি ৩৯] [তথ্য] [নমুনা]
সখি বলো দেখি লো (বলো দেখি, সখী লো) [প্রেম ৩৭৬] [তথ্য] [নমুনা]
সহে না যাতনা [প্রেম ও প্রকৃতি ৪১] [তথ্য] [নমুনা]
হল না লো, হল না, সই [প্রেম-৩৯০] [তথ্য] [নমুনা]
হা সখী, ও আদরে আরো বাড়ে [পূজা ও প্রকৃতি ২৫] [তথ্য] [নমুনা]
হৃদয়ের মণি আদরিণী মোর [প্রেম ও প্রকৃতি ১৩] [তথ্য] [নমুনা]  


এই গ্রন্থের অগ্রহায়ণ ১৪১২ মুদ্রণের ৬৩ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।

স্বরবিতান দ্বাত্রিংশ খণ্ড প্রকাশিত হয় আশ্বিন ১৩৬০ সালে। এই গ্রন্থের সম্পাদনা করেন ইন্দিরাদেবী চৌধুরানী। গানের রাগ-তাল-নির্দেশ বিষয়ে রমেশচন্দ্র বন্দোপাধ্যায়ের সহযোগিতা পাওয়া গিয়াছে।

এই গ্রন্থের ত্রিশটি গানের স্বরলিপির মধ্যে ৫, ৬, ৮, ১১, ২০, ২৩, ২৫, ২৬ –সংখ্যক গানের স্বরলিপি ইন্দিরাদেবী চৌধুরানী –কৃত ও পাণ্ডুলিপি হইতে সংকলিত। ১-৪, ৭, ৯, ১০, ১২-১৯, ২১, ২২, ২৪ ও ২৭-৩০ –সংখ্যক গানের স্বরলিপি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর –কৃত ও ‘স্বরলিপি-গীতি-মালা’ (১৩০৪) হইতে সংগৃহীত। ৬-সংখ্যক গানের সুরান্তরের স্বরলিপি দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত ও ‘সঙ্গীতবিজ্ঞান-প্রবেশিকা’ পত্রিকার ১৩৩৭ বৈশাখ সংখ্যায় প্রকাশিত। ‘স্বরলিপি-গীতি-মালা’ গ্রন্থে উল্লিখিত তথ্যানুসারে ৯, ১০, ১২, ১৫, ১৭, ২৪-৩০ –সংখ্যক গানের সুর-রচয়িতা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর্।

৬,৮ ও ২২ –সংখ্যক গানের গীতরীতি সম্পর্কে বিশেষ অবহিত হওয়া আবশ্যক।

এই গ্রন্থে অন্তর্ভুক্ত গান ও স্বরলিপি সম্পর্কে এ যাবৎ সংগৃহীত তথ্যাদি, এবং উহাদের সুরভেদ, ছন্দোভেদ, পাঠভেদ ও রচনাকাল-প্রকাশকাল বর্তমান সংস্করণে (মাঘ ১৩৭৭) সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।

চৈত্র ১৩৯১

 

এই গ্রন্থে মোট ৩০টি গানের স্বরলিপি গৃহীত হয়েছে। গানগুলির তালিকা নিচে দেওয়া হলো।