বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা:
শিরোনাম: 
		পুরানো 
সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
পাঠ ও পাঠভেদ:
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।
আয় আর-একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।
মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়-
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।
মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়-
আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায় নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
			খ. 
			
			প্রকাশ ও 
	গ্রন্থভুক্তি: 
			
			 
				গ্রন্থ: 
				
				  
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড। বিবিধ। মিশ্র-খেমটা। (মজুমদার লাইব্রেরি, ১৩১০ 
বঙ্গাব্দ)।  পৃষ্ঠা: ২৯ [নমুনা] 
				
				
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত। 
পৃষ্ঠা: ১৫১। [নমুনা]
				
				
				
কাব্যগ্রন্থাবলী 
				
				[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
				
				
				গান। মিশ্র-খেমটা। 
			
				
				পৃষ্ঠা: ৪৪৩] 
[নমুনা] 
				
					
					প্রথম সংস্করণ
					[সিটি বুক সোসাইটি, 
			১৩১৫ বঙ্গাব্দ।
					মিশ্র-খেমটা। 
					পৃষ্ঠা: ২৭। 
					[নমুনা] 
			
		
			
				রবিচ্ছায়া
			
			 (সাধারণ 
				ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। বিবিধ ৭৮। মিশ্র- খেমটা। 
				পৃষ্ঠা: ৭৮। 
	[নমুনা: 
	
				৬৬,
				
				৬৭]
					
গীতবিতানের প্রেম ও প্রকৃতি পর্যায়ের ৩৪ সংখ্যক গান।
স্বরবিতান দ্বাত্রিংশ (৩২) খণ্ডের ১৬ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৭-৩৮।
স্বরলিপিকার:
সুর ও তাল:
রাগ : মিশ্র দেশকার। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮৩]
অঙ্গ: পাশ্চাত্য ভাঙা সুর। তাল: একতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৫]
অঙ্গ: পাশ্চাত্য। তাল: ৩/৩/৩/৩ (একতাল)। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১১২ ]