বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
না সজনী,
না, আমি জানি জানি,
সে আসিবে না।
পাঠ ও পাঠভেদ:
না সজনী, না, আমি জানি জানি, সে আসিবে না।
এমনি কাঁদিয়ে পোহাইবে যামিনী, বাসনা তবু পূরিবে না।
জনমেও এ পোড়া ভালে কোনো আশা মিটিল না॥
যদি বা সে আসে, সখী, কি হবে আমার তায়।
সে তো মোরে, সজনী লো, ভালো কভু বাসে না- জানি লো।
ভালো ক’রে কবে না কথা, চেয়েও না দেখিবে-
বড়ো আশা করে শেষে পূরিবে না কামনা॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায় নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
সুরকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। [স্বরলিপি-গীতি-মালা প্রথম খণ্ড, তৃতীয় সংস্করণ। ডোয়ার্কিন এণ্ড সন্স, ১৩৪৮]। আসোয়ারী। কাওয়ালী। পৃষ্ঠা: ২৭-২৮ পৃষ্ঠা।
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। [স্বরলিপি-গীতি-মালা প্রথম খণ্ড, তৃতীয় সংস্করণ। ডোয়ার্কিন এণ্ড সন্স, ১৩৪৮]। আসোয়ারী। কাওয়ালী। পৃষ্ঠা: ২৭-২৮ পৃষ্ঠা।
সুর ও তাল:
আসোয়ারী। কাওয়ালী। [স্বরলিপি-গীতি-মালা প্রথম খণ্ড, তৃতীয় সংস্করণ। ডোয়ার্কিন এণ্ড সন্স, ১৩৪৮]।
রাগ: মিশ্র আশাবরী। তাল- কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৬২]
- রাগ: আশাবরী। তাল: কাহারবা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০৮]