বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: 
তবে শেষ করে দাও শেষ গান, তার 
পরে যাই চলে।
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক 
	১৪১২)-এর পাঠ:
	
		
     তবে    
শেষ করে দাও শেষ গান, তার পরে যাই চলে।
তুমি ভুলে যেয়ো এ রজনী, আজ রজনী ভোর হলে॥
    বাহুডোরে বাঁধি কারে, 
স্বপ্ন কভু বাঁধা পড়ে?
    বক্ষে শুধু বাজে 
ব্যথা, আঁখি ভাসে জলে॥
		
	
	- পাণ্ডুলিপির 
	পাঠ: 
- তথ্যানুসন্ধান
		- ক. রচনাকাল ও স্থান:
		১৩০০ বঙ্গাব্দের  ৮ বৈশাখ 
[বৃহস্পতিবার ২০ এপ্রিল ১৮৯৩ খ্রিষ্টাব্দে] তারিখে প্রকাশিত হয় গানের বহি ও 
বাল্মীকি প্রতিভা' নামক গ্রন্থ। এই গ্রন্থে পুরাতন গানের সাথে কিছু নতুন স্থান 
পেয়েছিল। এই গানগুলোর রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না। এই তালিকায় এই গানটিও 
রয়েছে। এই গ্রন্থটি প্রকাশের সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩১ বৎসর ১২ মাস। 
 
- 
		
		খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		
- 
		
		গ. 
		সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- স্বরলিপিকার:
		
ইন্দিরাদেবী চৌধুরানী
 
- সুর ও তাল:
		
 
		- 
	
		রাগ: মিশ্র সিন্ধু। তাল: ত্রিতাল। 
		[স্বরবিতান দ্বাত্রিংশ (৩২) খণ্ডের 
(অগ্রহায়ণ ১৪১২)]
 জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-গীতিমালা তালের নাম 'কাওয়ালি' 
(১৬ মাত্রা) উল্লেখ আছে।
 
- 
		রাগ : মিশ্র  খাম্বাজ। এই 
গানের রাগ স্বরবিতানে মিশ্র সিন্ধু বলা হয়েছে। সিন্ধু রাগে কোমল গান্ধার একটি 
আবশ্যক সুর এবং শুদ্ধ গান্ধার একেবারেই ব্যবহৃত হয় না। এই গানের কেবল প্রথম 
পঙ্ক্তিতে কোমল গান্ধার ব্যবহৃত হয়েছে। তার পর সম্পূর্ণ গান খাম্বাজ রাগেই চলে। [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান । সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৭]
 
- 
		
		রাগ: মিশ্র কাফি সিন্ধু। তাল: ত্রিতাল।  [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৫৩]।
- রাগ: সিন্ধু। তাল: ত্রিতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৯৫]
		
		গ্রহস্বর: মা।
 লয়: মধ্য।