বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
তবে শেষ করে দাও শেষ গান, তার
পরে যাই চলে।
পাঠ ও পাঠভেদ:
তবে শেষ করে দাও শেষ গান, তার পরে যাই চলে।
তুমি ভুলে যেয়ো এ রজনী, আজ রজনী ভোর হলে॥
বাহুডোরে বাঁধি কারে, স্বপ্ন কভু বাঁধা পড়ে?
বক্ষে শুধু বাজে ব্যথা, আঁখি ভাসে জলে॥
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড। বিবিধ। সিন্ধু-একতালা। (মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ৩৩ [নমুনা: ৩৩]
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত। পৃষ্ঠা: ১৩৯। [নমুনা]
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান। সিন্ধু-একতালা। পৃষ্ঠা: ৪৩৩] [নমুনা]
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। সিন্ধু-একতালা। পৃষ্ঠা: ৩০। [নমুনা]
গানের বহি ও বাল্মীকি-প্রতিভা (১৩০০ বঙ্গাব্দ)।
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ) 'গান' অংশ থেকে গৃহীত হয়েছে । পৃষ্ঠা: ১১৩] [নমুনা]
গীতবিতান-এর প্রেম (প্রেম বৈচিত্র্য-১২২) পর্যায়ের ১৪৯ সংখ্যক গান।
স্বরবিতান দ্বাত্রিংশ (৩২) খণ্ডের (অগ্রহায়ণ ১৪১২) ১১ সংখ্যক গান। পৃষ্ঠা : ২৭-২৮।
স্বরলিপি-গীতিমালা (১৩০৪ বঙ্গাব্দ)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: ইন্দিরাদেবী চৌধুরানী
সুর ও তাল:
রাগ: মিশ্র সিন্ধু। তাল: ত্রিতাল। [স্বরবিতান দ্বাত্রিংশ (৩২) খণ্ডের
(অগ্রহায়ণ ১৪১২)]
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-গীতিমালা তালের নাম 'কাওয়ালি'
(১৬ মাত্রা) উল্লেখ আছে।
রাগ : মিশ্র খাম্বাজ। এই গানের রাগ স্বরবিতানে মিশ্র সিন্ধু বলা হয়েছে। সিন্ধু রাগে কোমল গান্ধার একটি আবশ্যক সুর এবং শুদ্ধ গান্ধার একেবারেই ব্যবহৃত হয় না। এই গানের কেবল প্রথম পঙ্ক্তিতে কোমল গান্ধার ব্যবহৃত হয়েছে। তার পর সম্পূর্ণ গান খাম্বাজ রাগেই চলে। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান । সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৭]
গ্রহস্বর: মা।
লয়: মধ্য।