―
মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি॥
শুনেছি মুরতি কালো তারে না দেখা ভালো।
সখী, বলো আমি জল আনিতে যমুনায় যাব কি॥
শুধু স্বপনে এসেছিল সে, নয়নকোণে হেসেছিল সে।
সে অবধি, সই, ভয়ে ভয়ে রই―আঁখি মেলিতে ভেবে সারা হই।
কাননপথে যে খুশি সে যায়, কদমতলে যে খুশি সে চায়―
সখী, বলো আমি আঁখি তুলে কারো পানে চাব কি॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
এখনো তারে চোখে দেখি নি তারে না দেখা ভাল
: স্বরলিপি-গীতিমালা (১৩০৪)
তারে না দেখাই ভালো
গানের বহি
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
সখি, বল আমি আঁখি তুলে
:
স্বরলিপি-গীতিমালা (১৩০৪)
সখী, আমি আঁখি তুলে
: গানের বহি(১৩০০)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: (১৩০০ বঙ্গাব্দে এই গানটি রচিত বলে অনুমিত হয়।
এই বিচারে গানটি রবীন্দ্রনাথের
৩২ বৎসর বয়সের রচনা।
স্বরবিতান দ্বাত্রিংশ(৩২) খণ্ডের (অগ্রহায়ণ ১৪১২ বঙ্গাব্দ)
সুরভেদ/ছন্দোভেদ
অংশে উল্লেখ করা আছে যে, স্বরলিপি-গীতিমালায়
(১৩০৪) ইমনকল্যাণ কাওয়ালি (৮ মাত্রা)
স্থলে ইমন ―কাওয়ালি (১৬
মাত্রা) উল
স্বরবিতান দ্বাত্রিংশ (৩২) খণ্ডের (অগ্রহায়ণ ১৪১২ বঙ্গাব্দ)
গৃহীত গানটির
স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে উল্লেখ রয়েছে
যথাক্রমে ইমন-কল্যাণ
ও কাওয়ালি ।
[কাওয়ালি তালে নিবদ্ধ
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]