বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
যাহা
পাও তাই লও,
হাসিমুখে ফিরে যাও।
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
বিচিত্র : ১৩৭
যাহা
পাও তাই লও,
হাসিমুখে ফিরে যাও।
কারে
চাও,কেন
চাও― আশা কে পূরাতে পারে॥
সবে
চায়,কেবা
পায় সংসার চ’লে যায়
―
যে বা
হাসে,যে বা
কাঁদে,যে বা
প’ড়ে থাকে দ্বারে॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
১৩০০ বঙ্গাব্দের দিকে এই গানটি রচিত বলে ধারণা করা হয়। এর ভিত্তিতে ধারণা করা
যায় গানটি রবীন্দ্রনাথের ৩১ বৎসর বয়সের রচনা হয়।
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড
[মজুমদার লাইব্রেরি,
১৩১০ বঙ্গাব্দ]। বিবিধ। ইমন-কল্যাণ। ঝাঁপতাল। পৃষ্ঠা: ৪৪
[নমুনা]
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
গান। ইমন
কল্যাণ-ঝাঁপতাল।
পৃষ্ঠা: ৪৩৩]
[নমুনা]
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
[আদি-ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০ বঙ্গাব্দ]ইমন কল্যাণ-ঝাঁপতাল। গান সংখ্যা ১০১।
পৃষ্ঠা: ১০১ [নমুনা]
-
গীতবিতান
-
অখণ্ড,
তৃতীয়
সংস্করণ
(বিশ্বভারতী, ১৩৮০)
পর্যায়:
বিচিত্র
-১৩৭।
পৃষ্ঠা:
।
[নমুনা:
]
-
বাঙালির গান
(পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, এপ্রিল ২০০১), ১৮০ সংখ্যক গান, মিশ্র
মল্লার-একতাল, পৃষ্ঠা ৬৫৬।
-
রবীন্দ্র গ্রন্থাবলী হিতবাদী (১৩১১ বঙ্গাব্দ)।
-
স্বরবিতান
দ্বাত্রিংশ (৩২)
খণ্ডের (বিশ্বভারতী,অগ্রহায়ণ
১৪১২)
২৩ সংখ্যক গান,
ইমনকল্যাণ-তেওরা,
পৃষ্ঠা
৪৯।
[নমুনা]
-
রেকর্ডসূত্র: নাই।
-
প্রকাশের
কালানুক্রম:
- গ.
সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি:
-
স্বরলিপিকার:
ইন্দিরাদেবী চৌধুরানী।
পাণ্ডুলিপি হতে সংগৃহিত।
[
ইন্দিরাদেবী চৌধুরানী-কৃত
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
সুর ও তাল:
-
স্বরবিতান
দ্বাত্রিংশ (৩২) খণ্ডের (বিশ্বভারতী,অগ্রহায়ণ ১৪১২) গৃহীত গানটির
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ দেয়া আছে যথাক্রমে ইমনকল্যাণ ও তেওরা।
-
রাগ :
ইমন
কল্যাণ। তাল:
তেওরা।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ,
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা ৭৫।
-
রাগ :
ইমন কল্যাণ। তাল:
তেওরা।
[রাগরাগিণীর এলাকায়
রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি,
জুলাই ২০০১], পৃষ্ঠা ১৩১।
-
বিষয়াঙ্গ:
-
সুরাঙ্গ:
-
গ্রহস্বর:
পা।
-
লয়:
মধ্য।