বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: যাহা পাও তাই লও,  হাসিমুখে ফিরে যাও।
পাঠ ও পাঠভেদ:
যাহা পাও তাই লও,  হাসিমুখে ফিরে যাও।
কারে চাও,কেন চাও― আশা কে পূরাতে পারে॥
সবে চায়,কেবা পায়         সংসার চ’লে যায় ―
যে বা হাসে,যে বা কাঁদে,যে বা প’ড়ে থাকে দ্বারে॥