বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: ওহে সুন্দর, মম গৃহে আজি পরমোৎসব-রাতি
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম (প্রেম বৈচিত্র্য-১৬০)
পর্যায়ের ১৮৭ সংখ্যক গান।
ওহে সুন্দর, মম গৃহে আজি পরমোৎসব-রাতি।
রেখেছি কনকমন্দিরে কমলাসন পাতি॥
তুমি এসো হৃদে এসো, হৃদিবল্লভ হৃদয়েশ,
তুমি অশ্রুনেত্রে কর' বরিষন করুণ হাস্যভাতি॥
তব কণ্ঠে দিব মালা, দিব চরণে ফুলডালা-
আমি সকল কুঞ্জকানন ফিরি এনেছি যূথি জাতি।
তব পদতললীনা আমি বাজাব স্বর্ণবীণা-
বরণ করিয়া লব তোমারে মম মানসসাথি॥
-
পাণ্ডুলিপির পাঠ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ২৩ কার্তিক ১৩০২ [শুক্রবার ৪ নভেম্বর ১৮৯৫]।
জোড়াসাঁকো।
গানটি রবীন্দ্রনাথের ৩৪ বৎসর ৬ মাস বয়সের রচনা।
-
খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- পত্রিকা:
- বীণাবাদিনী
(শ্রাবণ ১৩০৪ বঙ্গাব্দ)।
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল,
তবে স্বরলিপিকারের নাম অনুল্লিখিত ছিল।
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি:
- স্বরলিপিকার:
ইন্দিরাদেবী চৌধুরানী।
- সুর ও তাল:
-
রাগ : মিশ্র বেহাগড়া।
স্বরবিতানে এই গানের রাগ মিশ্র খাম্বাজ বলা হয়েছে। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৯]
-
রাগ: মিশ্র খাম্বাজ। তাল:
দাদরা। [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।]। পৃষ্ঠা: ৪৩
-
রাগ: খাম্বাজ।
তাল: দাদরা
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই
২০০১], পৃষ্ঠা: ৭৯।
- গ্রহস্বর: সন