হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা।
ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা॥
মিছে প্রণয়ের হাসি বোলো তারে ভালো নাহি বাসি।
চাই নে মিছে আদর তাহার, ভালোবাসা চাই নে।
বোলো বোলো, সজনী লো, তারে-
আর যেন সে লো আসে নাকো হেথা॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান। সিন্ধু ভৈরবী-কাওয়ালি। পৃষ্ঠা: ৪৪২] [নমুনা]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: প্রেম ও প্রকৃতি ২৫, পৃষ্ঠা: । [নমুনা]
রবিচ্ছায়া [সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। বিবিধ ৭০। সিন্ধু ভৈরবী-কাওয়ালি। পৃষ্ঠা: ৬২। [নমুনা]
স্বরবিতান দ্বাত্রিংশ (৩২) খণ্ডের ২৯ সংখ্যক গান। পৃষ্ঠা ৫৯।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম: গানটি
রবীন্দ্রনাথের ৫৩ বৎসর ১১ মাস বয়সে প্রথম প্রকাশিত হয়েছিল।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
সুরকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। [স্বরলিপি-গীতি-মালা প্রথম খণ্ড, তৃতীয় সংস্করণ। ডোয়ার্কিন এণ্ড সন্স, ১৩৪৮]। সিন্ধু কাফি। কাওয়ালী।পৃষ্ঠা: ২৪-২৫ পৃষ্ঠা।
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। [স্বরলিপি-গীতি-মালা প্রথম খণ্ড, তৃতীয় সংস্করণ। ডোয়ার্কিন এণ্ড সন্স, ১৩৪৮]। সিন্ধু কাফি। কাওয়ালী পৃষ্ঠা: ২৪-২৫ পৃষ্ঠা।
সুর ও তাল:
সিন্ধু কাফি। কাওয়ালী [স্বরলিপি-গীতি-মালা প্রথম খণ্ড, তৃতীয় সংস্করণ। ডোয়ার্কিন এণ্ড সন্স, ১৩৪৮]।
স্বরবিতান দ্বাত্রিংশ খণ্ডে (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪।৪।৪ মাত্রা ছন্দে ত্রিতাল তালে নিবদ্ধ।
রাগ : কাফি-সিন্ধু। তাল : ত্রিতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮৩।
রাগ: সিন্ধু-কাফি। তাল: ত্রিতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪৪।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: ধা।
লয়: